বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

ম্যারাডোনার যে রেকর্ড ভাঙলেন মেসি   

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০৫:০৩ এএম

শেয়ার করুন:

ম্যারাডোনার যে রেকর্ড ভাঙলেন মেসি   

টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার পর বিশ্বকাপের শুরুতেই সৌদি আরবের কাছে হেরে বসে আর্জেন্টিনা। এরপর দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ঘুরে দাঁড়ায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, আশা বাঁচিয়ে রাখে শেষ ষোলোর। তবে ৯৭৪ স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচ দিয়ে ম্যারাডোনার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার দিনে পোল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে দলকে নিয়ে যান লিওনেল মেসি।  

সর্বকালের সেরা খেলোয়ারদের মধ্যে অন্যতম দিয়েগো ম্যারাডোনার রয়েছে একাধিক রেকর্ড। তবে তার একটিকে ছাঁড়িয়ে গেছেন ফুটবলের বর্তমান জাদুকর মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ২২ ম্যাচ খেলে ম্যারাডোনাকে ছাঁড়িয়ে গেছেন স্ক্যালোনির এই শিষ্য। 


বিজ্ঞাপন


এর আগে মেক্সিকো ম্যাচে ভিতর দিয়ে ম্যারাডোনার সর্বোচ্চ ২১ ম্যাচের রেকর্ড ছুঁয়েছিলেন পিএসজি তারকা। পোল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তিকে ছাঁড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলায় এককভাবে শীর্ষে পৌঁছে গেলেন সাবেক বার্সা তারকা মেসি।

এছাড়াও বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে এগিয়ে আছেন জার্মানির লুথার ম্যাথিউস। ২৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।  

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর