শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

'ফুটবলের সুদিন' ধরে রাখতে আত্মবিশ্বাস সঙ্গী জামালদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

'ফুটবলের সুদিন' ধরে রাখতে আত্মবিশ্বাস সঙ্গী জামালদের

কম্বোডিয়া জয়ে মিলেছে আত্মবিশ্বাস। বাংলাদেশ পুরুষ ফুটবল দলকে অনুপ্রেরণা জোগাচ্ছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ও। প্রাপ্তির আনন্দ নেপালের বিপক্ষেও ধরে রাখতে চান জামাল ভূঁইয়ারা। রোমাঞ্চকর ম্যাচ উপহার দিতে উন্মুখ স্বাগতিক নেপালও। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। 

নেপালের বিপক্ষে সর্বশেষ দুইবারের দেখায় হতাশাই সঙ্গী বাংলাদেশের। ২০২১ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২-১ গোলের হার; একই বছর সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের মালেতে ১-১ গোলে ড্র করে ছিটকে গিয়েছিল লাল সবুজের দল।


বিজ্ঞাপন


এই ম্যাচের প্রাক্কালে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমরা প্রায় একমাস একসঙ্গে রয়েছি। কম্বোডিয়ার বিপক্ষে জিতেছি। নেপাল ম্যাচ নিয়ে ছেলেদের মধ্যে ভরপুর আত্মবিশ্বাস আছে। আমরা কালকের ম্যাচের জন্য প্রস্তুত। আমরা এটাও জানি, এটা নেপালের নিজেদের মাঠ, এ কারণে স্বাগতিকদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে আমরা আগামীকাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে চাই। ত্রিদেশীয় সিরিজের হার এবং সবশেষ সাফের ড্র-এই দুই ম্যাচ নিয়ে ভাবছি না। সেটা আমরা ভুলে গেছি। আগামীকালের ম্যাচের দিকে মনোযোগ দিতে চাই।'

এদিকে বাংলাদেশের কোচ হিসাবে কম্বোডিয়া ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পেয়েছেন হ্যাভিয়ের কাবরেরা। জয়ের ধারা বজায় রাখার ব্যাপারে আশাবাদী স্প্যানিশ কোচ, '২২ দিনের লম্বা ট্রেনিং এবং কম্বোডিয়া ম্যাচ শেষ করে আমরা এখানে এসেছি। অবশ্যই কম্বোডিয়ার বিপক্ষে জয়টি আমাদের জন্য বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে। এখানে এসে রিকভারির দিকে আমরা গুরুত্ব দিয়েছি। এখানকার আবহাওয়া ভালো। ছেলেরাও আত্মবিশ্বাসী, আগামীকালকের ম্যাচ জেতার জন্য ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে।'

নেপাল অধিনায়ক কিরণ চেমজং ইঙ্গিত দিলেন ছেড়ে কথা বলবেন না তারাও। দশরথে স্বদেশি সমর্থকদেরও পাশে চাইলেন ৩২ বছর বয়সী এই গোলরক্ষক, 'বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য আমরা প্রস্তুত। নেপাল এবং অল নেপাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ দলকে অভিনন্দন। এর বেশি আর কী বলব। নিশ্চিতভাবেই এটা ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। আমার বিশ্বাস কালকের ম্যাচটি শিহরণ জাগানীয়া হবে। বিশ্বাস করি, মাঠে আমাদের সমর্থকরা থাকবে।'

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর