শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ঘানাকে উড়িয়ে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:২১ এএম

শেয়ার করুন:

ঘানাকে উড়িয়ে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

দুই মাসেরও কম সময় বাকি। এরপর শুরু হয়ে যাবে কাতার বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরকে সামনে রেখে তাই ফিফা উইন্ডোতে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। শুক্রবার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকার দেশ ঘানা মুখোমুখি হয় ব্রাজিল। তাতে প্রতিপক্ষকে কোনো প্রকার পাত্তাই দেননি নেইমার-মার্কুইনোসরা।

রাতে ফ্রান্সের স্তাদে ওসেয়ানে ঘানাকে ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে জোড়া গোল করেছেন রিচার্লিসন আর অন্য গোলটি আসে মার্কুইনোসের পা থেকে। দুটি গোলে অবদান রেখে ম্যাচে আলো ছড়িয়েছেন নেইমার। সবগুলো গোলই আসে প্রথমার্ধে। 


বিজ্ঞাপন


প্রথমার্ধে একের পর এক আক্রমণে ঘানার রক্ষণভাগ কাঁপিয়ে দেয় ব্রাজিল। শুরু থেকেই চাপে রাখে ঘানাকে। তাতে ম্যাচের ৯ মিনিটেই আসে সাফল্য। সেলেসাওদের এগিয়ে নেন পিএসজি ডিফেন্ডার মার্কুইনোস। বার্সেলোনা তারকা রাফিনিয়ার কর্নারে বেশ খানিকটা লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন মার্কুইনোস। 

এর আগে অবশ্য গোলের সুযোগ মিস করে ব্রাজিল। পঞ্চম মিনিটে রিচার্লিসন ও পরের মিনিটে বল জালে জড়াতে ব্যর্থ হন পাকেতা।

১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণ আরও ধারালো হয় ব্রাজিলের। ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড ডি-বক্সে বল পান নেইমারের পাস থেকে। নেইমারের ক্রসে ডান পায়ের শটে বল জালে জড়ান রিচার্লিসন। 

এই নেইমার-রিচার্লিসন জুটিতেই ৪০তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। বাঁ পাশ থেকে নেইমারের ফ্রি-কিকে মাথা বাড়ান ২৫ বছর বয়সী রিচার্লিসন। বাড়ে জয়ের ব্যবধানও। 


বিজ্ঞাপন


দ্বিতীয়ার্ধে নেমে অবশ্য কিছুটা ঝিমিয়ে পড়ে ব্রাজিল। উল্টো ঘানা কয়েকবার হানা দেয় সেলেসাওদের রক্ষণভাগে। কিন্তু তাতে গোলের দেখা পায়নি দলটি। শেষ পর্যন্ত ৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

এ নিয়ে ১১ বছর পর ঘানার বিপক্ষে খেলল ব্রাজিল। সব মিলিয়ে পাঁচবারের দেখায় আফ্রিকার দেশটির বিপক্ষে সবগুলোই জিতল তারা। আর গত বছরের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর এই নিয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত ব্রাজিল। বিশ্বকাপের প্রস্তুতি তারা শুরু করেছে বেশ ভালোভাবেই। 

এসও 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর