শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

নেদারল্যান্ডসের কাছে হার লেভানডস্কির পোল্যান্ডের 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৯ এএম

শেয়ার করুন:

নেদারল্যান্ডসের কাছে হার লেভানডস্কির পোল্যান্ডের 

উয়েফা নেশন্স লিগে গতরাতে রবার্ট লেভানডস্কির পোল্যান্ডকে হারিয়েছে নেদারল্যান্ডস আর অন্য ম্যাচে বেলজিয়াম জিতেছে ওয়েলসের বিপক্ষে। বৃহস্পতিবার ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে পোলিশরা। আর নিজেদের মাঠে ওয়েলসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে কেভিন ডি ব্রুইনার দল। 

ম্যাচ শুরুতেই বেলজিয়ামকে এগিয়ে দেন ডি ব্রুইনা। ১০ মিনিটের মাথায় গোল করেন ম্যানচেস্টার সিটি তারকা। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিচি বাতশুয়াই। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কিয়েফের মুর ব্যবধান কমালেও তাতে লাভ হয়নি গ্যারেথ বেলদের।


বিজ্ঞাপন


অন্য ম্যাচে ১৩ মিনিটে কোডি হাকপো নেদারল্যান্ডসকে এগিয়ে দেন পোল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয়ার্ধে জয়ের ব্যবধান বাড়ান স্টিভন বার্গউইন। 

‘এ’ লিগের গ্রুপ ৪ এর ম্যাচে এই জয়ে শীর্ষস্থানে থাকা অনেকটা নিশ্চিত করেছে লুইস ফন গালের দল। আগামী রোববার (২৫ সেপ্টেম্বর) বেলজিয়ামের বিপক্ষে হার এড়ালেই গ্রুপ সেরা হয়েই নেশন্স লিগ ফাইনালসে খেলা নিশ্চিত করবে ডাচরা। 

এই গ্রুপে ৫ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নেদারল্যান্ডসের। বেলজিয়াম ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৪ পয়েন্ট নিয়ে তিনে পোল্যান্ড, ১ পয়েন্ট নিয়ে সবার নিচে ওয়েলস।

আজ রাতে উয়েফা নেশনস লিগে রয়েছে জমজমাট লড়াই। ইউরোপ সেরা ইতালি খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। জার্মানির প্রতিপক্ষ দুরন্ত ছন্দে থাকা হাঙ্গেরি।


বিজ্ঞাপন


এসও 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর