বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

রায়ো ভালেকানোর বিপক্ষে চাপে ছিল বার্সেলোনা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

রায়ো ভালেকানোর বিপক্ষে চাপে ছিল বার্সেলোনা!

অনেক দিন ধরেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না বার্সেলোনা। রবার্ট লেভান্ডভস্কি, রাফিনিয়াদের মতো তারকা নামিয়েও কাল রায়ো ভালেকানোর বিপক্ষে জয় তুলে নিতে পারেনি জাভির দল। ম্যাচ শেষে হতাশা ঝরেছে বার্সেলোনার সাবেক কিংবদন্তি মিডফিল্ডারের কণ্ঠেও।

জাভি বলেন, 'আমি হতাশা বুঝতে পারছি। আমরা আশা জুগিয়েছিলাম। রায়ো অনেক ভাল ডিফেন্ড করেছে। এটা লজ্জার কারণ আমরা ফ্যানদের দেখাতে চেয়েছিলাম আমরা সঠিক পথেই আছি।'


বিজ্ঞাপন


কোন অজুহাত দিতে চান না উল্লেখ করে বার্সা বস আরও বলেন, 'আমরা কিছুটা চাপে ছিলাম। আমাদের কার্যকারিতা কম ছিল। এটা এমন একটা খেলা ছিল যেটা আমরা ভালোমতোই জিততে পারতাম।'

এদিকে ফ্রাঙ্কি ডি জংকে দলে টানার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে জাভি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন কিছুতেই ডাচ মিডফিল্ডারকে হাতছাড়া করতে চাননা তিনি।

জাভি বলেন, 'সে কোন ব্যাকআপ খেলোয়াড় নয়। সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে যদি এখানে থাকে সে এমন একজন হবে যে আমাদের কিছু দেবে।'

সবশেষে জাভি জানান তাদের মূল লক্ষ্য এবারের লিগ জেতা। আর সেজন্য আরও ভালভাবে খেলাকে বিশ্লেষণ ও ফর্মুলা ঠিক রাখার ওপর জোর দেন তিনি।


বিজ্ঞাপন


এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর