শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ইসরায়েলে নিরাপত্তা শঙ্কা, জুভেন্টাস-আতলেতিকো ম্যাচ বাতিল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলে নিরাপত্তা শঙ্কা, জুভেন্টাস-আতলেতিকো ম্যাচ বাতিল 

কয়েকদিন আগেই একই ভেন্যুতে খেলেছিলেন লিওনেল মেসি-নেইমাররা। সে ম্যাচে ইসরায়েলের তেল আবিবে ব্লুমফিল্ড স্টেডিয়ামে ফরাসি সুপারে কাপে নঁতের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। সেখানেই একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ও স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের। কিন্তু ইসরায়েলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দল দুটি।  

শনিবার যৌথ বিবৃতিতে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত জানায় উভয় ক্লাব। শনিবার হওয়ার কথা ছিল প্রীতি ম্যাচটি।


বিজ্ঞাপন


শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। পাল্টা আক্রমণ চালিয়েছে ইসলামিক জিহাদও। উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েল- ফিলিস্তিনের মধ্যে। 

আগামী ১৫ আগস্ট সাসুলোর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন সিজন শুরু করবে ইতালিয়ান জায়ান্টরা। ওইদিনই গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় নিজেদের মৌসুম শুরু করবে আতলেতিকো।

এসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর