'ডব্লিউ'র অভাবে লেভান্ডভস্কির জার্সি বানাতে পারছে না বার্সেলোনা
রবার্ট লেভান্ডভস্কি বার্সেলোনায় এসেছেন এই সেদিন। এরই মধ্যে সঙ্কটে পরে গেছে ক্লাব। না, আর্থিক কোন বিপদ নয় এবার কাতালান ক্লাবটি বিপাকে পড়েছে পোল্যান্ড অধিনায়কের জার্সি নিয়ে। অদ্ভূত এক কারণে লেভান্ডভস্কির জার্সি বিক্রি করতে পারছেন না তারা।
এবারের ট্রান্সফার উইন্ডোতে বার্সার সবচেয়ে বড় সাইনিং লেভান্ডভস্কি। আর সেকারণে তাকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। পোলিশ তারকার জার্সির চাহিদাও তাই আকাশচুম্বী।
ক্যাম্প নু সংলগ্ন নাইকি স্টোর এরই মধ্যে ভুগছে কাঁচামাল সঙ্কটে। লেভান্ডভস্কির নাম লেখার মতো পর্যাপ্ত 'ডব্লিউ' অক্ষর নাকি নেই তাদের কাছে!
ইংলিশে লেভান্ডভস্কির নাম লিখতে গেলে প্রয়োজন পড়ে দু'টি ডব্লিউ। আর সেকারণেই নাকি দেখা দিয়েছে এই ডব্লিউ সঙ্কট।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে এক বিক্রয়কর্মী সঙ্কটের কারণ বোঝাচ্ছেন এক ভক্তকে। তিনি বলছিলেন, 'আমাদের আর ডব্লিউ নেই। যেহেতু তার নামে দু'টি ডব্লিউ আমাদের স্টক শেষ হয়ে গেছে।'
এআইএ