বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

'সেরা হতে হলে আপনাকে ইতিহাস লিখতে হবে'

আহমদ ইশতিয়াক আনাম
প্রকাশিত: ২৪ মে ২০২২, ১০:২৭ এএম

শেয়ার করুন:

'সেরা হতে হলে আপনাকে ইতিহাস লিখতে হবে'

কিলিয়ান এমবাপের প্যারিস সেইন্ট জার্মেইঁতে থাকা বা রিয়াল মাদ্রিদে যোগ দেয়া। গত কয়েকমাসে কোনটা নিয়েই কম হয়নি জল্পনা কল্পনা। তবে শেষ পর্যন্ত জানা গেছে ফরাসি তারকার সিদ্ধান্ত। নিজ দেশেই থাকছেন তিনি। এবার এমবাপে মুখ খুললেন তার চমকে দেয়া সিদ্ধান্ত নিয়ে, সঙ্গে কথা বলেছেন করিম বেনজেমার ইন্সটাগ্রাম স্টোরিসহ আরও অনেক বিষয়ে। স্প্যানিশ একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো ঢাকা মেইলের পাঠকদের জন্য।  

এখনো কি কোন একদিন রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেন?
আমি মনে করি চুক্তিতে স্বাক্ষর করে ফেলার পর রিয়ালে খেলা আমার স্বপ্ন এটা বলাটা অসম্মানজনক।  


বিজ্ঞাপন


কিন্তু আপনি সেটা বলবেন কিনা সেটা আমি জানতে চাইনি। এখনো স্বপ্নটা রয়েছে কিনা? 
স্বপ্ন ঠিকই আছে, তবে এখন বর্তমানে আছি, আমার নতুন চুক্তিতেই ফোকাস করছি। আপনি কখনোই জানবেন না ভবিষ্যতে কি হতে পারে। আমার চুক্তিতে ৩ বছর আছে। এই মূহুর্তে আমার পিএসজিতে আসছে বছর নিয়ে মনোযোগী হতে হবে।

শোনা গিয়েছিল আপনি দুই বছর বা এক বছর সঙ্গে আরেক বছর ঐচ্ছিক চুক্তি স্বাক্ষর করবেন। বিশ্বকাপের পর পিএসজি ছাড়ার ক্ষেত্রে কি আপনার ওপর রিলিজ ক্লজ ছিল?    
স্পেনে ওসব ক্লজ থাকতে পারে তবে ফ্রান্সে নয়। আমি এসব নিয়ে এখন ভাবতে চাই না কারণ মহান খেলোয়াড় হতে হলে আপনার সবাইকে সম্মান করতে হবে। আর তাই আমার পিএসজিকে সম্মান করতে হবে। এখনের জন্য আমি একজন পিএসজি খেলোয়াড়।

আমি লিভারপুলের সঙ্গে কথা বলেছিলাম কারণ আমার মায়ের প্রিয় রঙ লাল এবং তিনি লিভারপুলকে ভালবাসেন। কয়েক বছর আগে আমরা তাদের সঙ্গে দেখা করেছিলাম। আমি তখন মোনাকোতে ছিলাম। তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ও পিএসজির মাঝেই ছিল সব।

সবাই জানে গত বছর আমি রিয়ালে যেতে চেয়েছিলাম। গত বছর চলে যাওয়ার সিদ্ধান্ত ভাল ছিল, কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন কারণ আমি ফ্রি অ্যাজেন্ট। আমি একজন ফ্রেঞ্চ এবং আমি জানি আমি দেশের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যখন দেশের জন্য গুরুত্বপূর্ণ হবেন আপনাকে শুধু ফুটবল নিয়ে ভাবলে চলবে না, আপনাকে আপনার জীবন নিয়েও ভাবতে হবে।  


বিজ্ঞাপন


ক্যারিয়ার শেষে আমি আমার পরিবার ও বন্ধুদের নিয়ে ফ্রান্সেই থাকব। যেটুকু আমি করতে পারি, রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ জানাতে পারি। তারা দারুণ একটি দল এবং চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য তাদের প্রতি আমার শুভকামনা রইল।

kylian-mbappe-visit-to-real-madrid
সতীর্থ হাকিমি ও বন্ধুদের সঙ্গে মাদ্রিদে এমবাপে (ছবি-সংগৃহিত)

আপনার কি মনে হয় সম্প্রতি মাদ্রিদ গিয়ে আপনি ভুল করেছেন?
এটা কোন ভুল ছিল না। আমি গিয়েছিলাম কারণ আশরাফ (হাকিমি) আমাকে অনুরোধ করেছিল তার সঙ্গে যাওয়ার জন্য। আমি আবারও যেতে পারি। মানুষের গসিপ করার জন্য আমি যাইনি। আমি আশরাফের সঙ্গে ব্যক্তিগত ফ্লাইটে গিয়েছিলাম। আমরা আমাদের নাম পরিচয় সবই বদলেছিলাম যাতে কেউ আমাকে চিনতে না পারে। 

আমি এজন্য মাদ্রিদ যাইনি যাতে সবাই আমাকে দেখতে পারে। আমি গোপনে আমার বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম, ট্রিপের সব খরচও আশরাফ দিয়েছিল যাতে আমার নাম না আসে। 

টাকার জন্যই প্যারিসে থাকছেন এমন অভিযোগের বিষয়ে আপনি কি মনে করেন? 
আমি কিছুটা কষ্ট পেয়েছি। যখন আমি ফুটবল খেলা শুরু করি তখনই আমি সবাইকে আমার খেলার ইচ্ছা দেখিয়েছি। আমি সবসময়ই ফুটবল, শিরোপা, গুরুত্বপূর্ণ খেলা নিয়ে কথা বলেছি। কখনোই টাকা নিয়ে কথা বলিনি। মানুষের যা ইচ্ছে বলতে পারে কিন্তু সবাই আমাকে চেনে।

আমি রিয়াল মাদ্রিদের সবার সঙ্গে কথা বলেছি। আমি পিএসজির সঙ্গেও কথা বলেছি এবং তারা জানে আমি প্রেসিডেন্টের সঙ্গে টাকা নিয়ে কথা বলিনি। ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও না, নাসের আল খেলাইফির সঙ্গেও না। আমার উকিল টাকার ব্যাপারে বলেছেন, আমার মাও বলেছেন কিন্তু আমি বলিনি। আমি খেলা নিয়ে কথা বলি কারণ আমি শুধু মাঠেই কথা বলি।

টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে। আমি সামান্যই তাকাই সেদিকে তবে আমি আমলে নেই না। আমি এখানে শিরোপা জিততে এসেছি, দেখাতে এসেছি আমি সেরা। আমার মনে হয় এখন আমি সুখী। 

চ্যাম্পিয়ন্স লিগ কি মোহ নাকি শুধুই একটি লক্ষ্য?
এটা সবসময়ই আমার কাছে মোহের মতো ছিল। এমন নয় যে এটা একটা লক্ষ্য কারণ আমরা এটা জিতিনি। আমি হারতে ভয় পাই না। হয়ত আমি আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতব না, কিন্তু এটা একটা মোহ। 

আমি বিশ্বকাপ জিতেছি, দ্বিতীয়টা জেতার আশা করছি এই বছর। কিন্তু তারপরও আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। প্রতি বছরই আমি চেষ্টা করেছি, আবারও চেষ্টা করব।

karim-benzema-kyliyan-mabappe-france-psg-real-madrid

করিম বেনজেমা ও তার ইন্সটাগ্রাম স্টোরির ব্যাপারে কিছু বলুন।
হ্যা হ্যা, আমি দেখেছি অনেক রিয়াল খেলোয়াড়রাই বিভিন্ন জিনিস পোস্ট করছে। এগুলা হয়ে থাকে, আমার কিছুই বলার নেই। অবশ্যই আমি যখন ফ্রান্স জাতীয় দলে যাব আমি করিমকে বুঝিয়ে বলব কেন আমি পিএসজিতেই থেকে গেলাম। আমাদের ভাল একটি সম্পর্ক রয়েছে। 

আপনি অনেকবারই বলেছেন আপনি সেরা হতে চান। সেরা হতে কি প্রয়োজন?
সেরা হতে হলে আপনাকে ইতিহাস লিখতে হবে। ব্যক্তিগত ও দলীয় শিরোপা জিততে হবে, মানুষকে উপভোগ করাতে হবে। কারণ ফুটবল শুধু শিরোপা নয়, এটা আবেগ-অনুভূতিও।  
          
এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর