শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

বেগমগঞ্জকে উড়িয়ে দিল নোয়াখালী পৌরসভা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ মে ২০২২, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

বেগমগঞ্জকে উড়িয়ে দিল নোয়াখালী পৌরসভা
ছবি : ঢাকা মেইল

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো নোয়াখালী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শহীদ ভুলু স্টেডিয়ামে শনিবার (২১ মে) বিকাল ৪টা ২১ মিনিটে শুরু হওয়া ফাইনাল খেলা শেষ হয় বিকাল ৬টায়। খেলায় বেগমগঞ্জ উপজেলা একাদশকে ৪-০ গোলে হারিয়ে বিজয় ছিনিয়ে নেন নোয়াখালী পৌরসভা একাদশ। 

খেলার প্রথমার্ধ থেকে শেষ পর্যন্ত মাঠে দাবড়িয়ে বেড়িয়েছে নোয়াখালী পৌরসভা। পুরো মাঠ জুড়ে বল দখলে ছিলো নোয়াখালী পৌরসভার খেলোয়াড়রা। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল।


বিজ্ঞাপন


দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিট পরই বেগমগঞ্জ একাদশের জালে বল জড়ান নোয়াখালী পৌরসভার একজন খেলোয়াড়। তবে গোল সমতায় ফিরতে চেষ্টা করেও ব্যর্থ হয় বেগমগঞ্জ একাদশ। সুযোগ পেয়ে বেগমগঞ্জের জালে আরও ৩টি গোল জড়ান নোয়াখালী পৌরসভা।

খেলার নির্দিষ্ট ৯০মিনিট শেষ হলেও কোন গোল পরিশোধ করতে পারেনি বেগমগঞ্জ উপজেলা। যার ফল ৪-০ গোলে নোয়াখালী পৌরসভার জয়। সন্ধ্যা ৬টায় রেফারির বাঁশিতে ৪-০ গোলে জয় নিশ্চিত করে উল্লাশে মেতে উঠে নোয়াখালী পৌরসভা একাদশের খেলোয়াড় ও দর্শক। 

পরে সন্ধ্যায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিজয়ী ও বিজীতাদের হাতে টুর্নামেন্টের ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া সচিব মো. মেসবাহ উদ্দিন। 

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাংসদ মামুনুর রশিদ কিরন, অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীষা, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যাহ্, বাফুফে কেন্দ্রীয় সদস্য ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই/এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর