শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

কোয়াড্রাপল স্বপ্নে বিভোর সালাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২২, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

কোয়াড্রাপল স্বপ্নে বিভোর সালাহ

লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোদের ছায়ায় এতদিন ঢাকা পড়ে ছিলেন মোহাম্মদ সালাহ। তবে লিভারপুলের জার্সিতে বরাবরই অনন্য মিশরের এই গতিদানব। এদিকে ইতোমধ্যে ঘরোয়া দু’টি টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে অল রেডরা। আর তাই চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ জয়ের ব্যাপারেও আশাবাদী সালাহ।  

এই দু’টি শিরোপা ঘরে তুলতে পারলে ১৯৯২ সালের পর প্রথম কোন দলের ‘কোয়াড্রাপল’ (এক মৌসুমে চারটি ট্রফি) জয় হবে সেটি। বর্তমান যুগে এমন কীর্তি গড়া রীতিমতো অবিশ্বাস্য। আর তেমনটা করে দেখাতে পারলে লিভারপুল ও সালাহরা পৌঁছে যাবেন অনন্য উচ্চতায়।


বিজ্ঞাপন


সালাহ বলেন, ‘আমি প্রার্থনা করছি সিটি হারুক অথবা ড্র করুক এবং আমরা যাতে লিগ জিততে পারি। আমরা দলের সবাই একে অপরের সঙ্গে কথা বলি। সবাই উত্তেজিত।’

আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ফাইনালে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবেন সালাহরা। করিম বেনজেমাদের নিয়ে লিভারপুল ফরোয়ার্ড বলেন, ‘যখনই আমি বলি আমি তাদের (রিয়াল মাদ্রিদ) মুখোমুখি হতে চাই মনে হয় আমি ভুল কিছু বলে ফেলেছি।’    

ম্যাচটি কঠিন হবে মন্তব্য করে সালাহ আরও বলেন, ‘ম্যাচটি কঠিন হবে। তারা প্রায় সব শক্তিশালী দলের বিপক্ষেই জিতেছে। কিন্তু আমি ফাইনাল নিয়ে খুবই উত্তেজিত। আশা করছি আমরা এটা জিততে পারব।’

২০১৮ সালে সর্বশেষ মোকাবিলায় ৩-১ গোলে রেডদের উড়িয়ে দিয়েছিল রিয়াল। গ্যারেথ বেল করেছিলেন জোড়া গোল। সেই ম্যাচে ১ গোল করা করিম বেনজেমা এবার হয়ে উঠতে পারেন সবচেয়ে বড় আতঙ্ক।


বিজ্ঞাপন


এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর