শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

লিভারপুলকে হারাতে ফাইনালের একাদশ প্রস্তুত রিয়ালের 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২২, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

লিভারপুলকে হারাতে ফাইনালের একাদশ প্রস্তুত রিয়ালের 

ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ২৮ মে রাতে চার বছর পর আবারও মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। সে ম্যাচের এখনও বাকি এক সপ্তাহের বেশি। তবে এ টুর্নামেন্টে রেকর্ড ১৪তম বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যের ম্যাচের একাদশ নাকি এখনই ঠিক ফেলেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এমনটাই জানালেন স্প্যানিশ জায়ান্টদের লা ডেসিমা এনে দেওয়া ইতালিয়ান এ কোচ। 

আজ লা লিগায় নিজেদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে লিগের শেষ ম্যাচে রিয়াল বেতিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আর এ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ২৮ তারিখের মহারণের জন্য একাদশ ঠিক করে রাখার কথা জানালেন  আনচেলত্তি। 


বিজ্ঞাপন


রিয়াল কোচ বলেন, ‘প্যারিসে শুরুর একাদশ কেমন হবে, তা নিয়ে আমার কোনো সংশয় নেই। আমার একমাত্র ভাবনা কে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 

উল্লেখ্য, রিয়াল আগে থেকে লিগ শিরোপা নিশ্চিত করলেও লিভারপুলের তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। তবে এসব নিয়ে না ভেবে ১৪তম শিরোপায় চোখ আনচেলত্তির, ‘এটা সত্যি যে তারা এখনও লিগ শিরোপার জন্য লড়ছে। আমাদের এই ম্যাচ (চ্যাম্পিয়ন্স লিগ) নিয়ে ভাবার জন্য আরও সময় আছে। কিন্তু আমরা এ নিয়ে ভাবিনি এবং সোমবার পর্যন্ত ভাবব না।’ 

‘আমাদের সবকিছু প্রস্তুত আছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ঘিরে রিয়াল মাদ্রিদ সমর্থকরা রোমাঞ্চিত। আমরা ১৪তম শিরোপা জিততে চাই। আর কিছু ভাবছি না।’ 

এবারের মৌসুমে অল রেডদের থেকে তুলনামূলক এগিয়ে আছেন চার রাউন্ড বাকি থাকতেই লা লিগা শিরোপা নিজেদের করে নেওয়া করিম বেনজেমা- ভিনিসিউস জুনিয়ররা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে একে একে পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটিকে বের করে দিয়েছে রিয়াল। 


বিজ্ঞাপন


তবে লিভারপুলও যে খুব একটা পিছিয়ে আছে, এমনটি নয়। ইতোমধ্যে এবারের মৌসুমে দুটি শিরোপা ঘরে তুলেছে তারা। সেইসাথে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে তাদের সামনে সুযোগ আছে এ মৌসুমে চারটি মেজর ট্রফি জেতার। কিন্তু রিয়ালের মতো চ্যাম্পিয়ন্স লিগে তেমন বড় কোন দলের বিপক্ষেই লড়তে হয়নি ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

এসও 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর