আর্জেন্টিনার হাতে ৩৬ বছর পর শিরোপা উঠার মধ্যদিয়ে শেষ হয়েছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। পরবর্তী বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হবে ২০২৬ সালের জুন-জুলাই পর্যন্ত। আর ঐ আসরে প্রথমবারের মতো হবে ৪৮টি দলের লড়াই। তার জন্য নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে জায়গা করে নেয়ার জন্য আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে লাতিন আমেরিকা লড়াই।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল বাছাই পর্বের ম্যাচের সিডিউল প্রকাশ করেছে। ১০ দলের এই বাছাই পর্ব শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর থেকে। অবশ্য এবার কিছুটা ভিন্নতা থাকছে। যেহেতু আগামী বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে, তাই এবার লাতিন থেকে সরাসরি ৬টি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। সপ্তম স্থানে থাকা দলটি প্লে অফ খেলার সুযোগ পাবে।
বিজ্ঞাপন

লাতিনের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এ দুই দলের ম্যাচ। আলবিসেলেস্তেরা ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ২টায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের কোয়ালিফায়ারে যাত্রা শুরু করবে। বহুর আকাঙ্ক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৩টায়।

আর্জেন্টিনার ম্যাচ সূচি
৭ সেপ্টেম্বর ২০২৩ আর্জেন্টিনা বনাম ইকুয়েডর, বাংলাদেশ সময় রাত ২টা।
১০ সেপ্টেম্বর ২০২৩ আর্জেন্টিনা বনাম বলিভিয়া, বাংলাদেশ সময় রাত ২টা।
১২ অক্টোবর ২০২৩ আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে, বাংলাদেশ সময় রাত ২টা।
১৫ অক্টোবর ২০২৩ আর্জেন্টিনা বনাম পেরু, বাংলাদেশ সময় রাত ২টা।
১৬ নভেম্বর ২০২৩ আর্জেন্টিনা বনাম উরুগুয়ে, বাংলাদেশ সময় রাত ৩টা।
১৯ নভেম্বর ২০২৩ আর্জেন্টিনা বনাম ব্রাজিল, বাংলাদেশ সময় রাত ৩টা।
ব্রাজিলের ম্যাচ সূচি
সেপ্টেম্বর ২০২৩, ব্রাজিল বনাম বলিভিয়া।
সেপ্টেম্বর ২০২৩, ব্রাজিল বনাম পেরু।
অক্টোবর ২০২৩, ব্রাজিল বনাম ভেনেজুয়েলা।
অক্টোবর ২০২৩, ব্রাজিল বনাম উরুগুয়ে।
নভেম্বর ২০২৩, ব্রাজিল বনাম কলম্বিয়া।
নভেম্বর ২০২৩, ব্রাজিল বনাম আর্জেন্টিনা।

