শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভারতীয় ক্রিকেটারের ইন্সটাগ্রাম স্টোরিতে ইসলামবিদ্বেষী কার্টুন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

ভারতীয় ক্রিকেটারের ইন্সটাগ্রাম স্টোরিতে ইসলামবিদ্বেষী কার্টুন

এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে টানা পাঁচ বলে ছক্কা হাঁকিয়েছিলেন কেকেআরের ব্যাটার রিঙ্কু সিং। সেই সঙ্গে অবিশ্বাস্যভাবে ম্যাচটি জিতে নেয় কলকাতা। যে বোলারের বলে সেদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এমন দৃশ্য দেখেছিল সমর্থকরা তার নাম যশ দয়াল। আইপিএল শেষ হলেও সম্প্রতি আলোচনায় উঠে এসেছেন এই বাঁহাতি বোলার। নিজের ইন্সটাগ্রাম একাউন্ট থেকে মুসলিমবিদ্বেষী একটি কার্টুন শেয়ার করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। 

দয়ালের ব্যক্তিগত একাউন্ট থেকে শেয়ার করা স্টোরিতে দেখা যায়, একজন মুসলিম তরুণ হিন্দু তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে তাদের হত্যা করছে। শেয়ার করার পর এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে স্টোরিটি সরিয়ে ফেলা হয়। দয়ালের পক্ষ থেকে দাবী করা হয় তার একাউন্ট হ্যাক করে কেউ এমন কাজ করেছে।


বিজ্ঞাপন


এমন কাণ্ডে ক্ষমা চেয়ে দয়াল বলেন, ‘ছবিটির জন্য আমি দুঃখিত। ভুল করে এমন ছবি পোস্ট করা হয়েছে। দয়া করে ঘৃণা ছড়াবেন না। সমাজের সকলের প্রতি আমার সমান শ্রদ্ধা আছে। ধন্যবাদ।’

পরবর্তীতে দয়াল বলেন, ‘ইন্সটাগ্রামে আমার একাউন্ট থেকে আজ দুইটি স্টোরি শেয়ার করা হয়েছে যার একটিও আমি নিজে করিনি। আমার একাউন্টটি সম্ভবত হ্যাক হয়েছে এবং আমি তা ফিরে পাবার চেষ্টা করছি। আমি সবাইকে শ্রদ্ধা করি এবং পোস্ট করা ছবিগুলো আমার আসল বিশ্বাসকে প্রকাশ করেনা।’


বিজ্ঞাপন


এদিকে দয়ালের এমন স্টোরিতে সমালোচনা করেছেন অনেকেই। টুইটারে একজন লিখেছেন, ‘আমরা চাই আমাদের ক্রিকেটাররাও রাজনৈতিক ব্যাপারে মত প্রকাশ করুক, তবে এমন কোনো ব্যাপারে নয় যাতে আমরা একমত হতে পারিনি।’

আরএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর