বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘এটা আমার জন্য স্পেশাল’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

‘এটা আমার জন্য স্পেশাল’

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের টেস্ট ম্যাচ সিরিজের সবশেষ টেস্টে প্রথম ইনিংসে রান পাহাড়ে চাপা পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পথ হারায় নি টাইগাররা। মাহমুদুল হাসান জয়ের লড়াকু শতকে শেষ পর্যন্ত স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। 

জাতীয় দল থেকে দীর্ঘ ধরে বাইরে মাহমুদুল হাসান জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। সবার নজরে এসেছিলেন সম্ভাবনাময় ক্রিকেটার হয়ে। কিন্তু ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে টেস্ট দল থেকে ছিটকে যান এই ওপেনার। 


বিজ্ঞাপন


অবশেষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ বাঁচানো সেঞ্চুরি করেছেন জয়। ২৬৮ বলে ১১৪ রানের জয়ের অপরাজিত ইনিংসে স্বস্তির ড্র পায় বাংলাদেশ।  

এমন দুর্দান্ত ইনিংস খেলার পর জয় সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই, সেঞ্চুরি করলে সব ব্যাটারেরই অনুভূতিটা ভালো থাকে কারণ আত্মবিশ্বাসটা অনেক বেশি হয়। আমিও অনেক খুশি। সেঞ্চুরি সব ব্যাটারের জন্যই স্পেশাল। এটা আমার জন্য স্পেশাল। ’

কয়েক দিন পর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। এতে সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে জয় বলেন, ‘এটা আসলে নির্বাচকদের সিদ্ধান্ত, আমি জানি না। আমি শুধু পারফর্ম করার আমি পারফর্ম করে গেছি। এটা আমার সিদ্ধান্ত না। নির্বাচকরাই ভালো জানেন। ’

শেষদিনের উইকেট ব্যাটারদের জন্য বেশ কঠিন ছিল। এর মধ্যেও জয় খেলেছেন ম্যাচ বাঁচানোর তীব্র তাড়না নিয়ে। উইকেট নিয়ে তিনি বলেন, ‘চতুর্থ দিন আসলে উইকেট একটু টার্নিং থাকে। উইকেট ভালোই ছিল। চ্যালেঞ্জিং অবশ্যই। শেষদিনের উইকেট সবসময় চ্যালেঞ্জিং থাকে। ’


বিজ্ঞাপন


এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর