শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইনজুরিতে রশিদ খান, শঙ্কায় বাংলাদেশ সিরিজ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০২:২১ পিএম

শেয়ার করুন:

ইনজুরিতে রশিদ খান, শঙ্কায় বাংলাদেশ সিরিজ 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রশিদ খান। আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ফ্রাঞ্চাইজি লিগের ব্যস্ততা শেষে এবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এই লেগ স্পিনার। তবে হঠাৎ দুঃসংবাদ পেলেন আফগানিস্তান ক্রিকেটের পোস্টারবয়। 

আগামীকাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে ইনজুরিতে পড়েছেন তিনি। শঙ্কা রয়েছে বাংলাদেশ সিরিজ নিয়েও। পিঠে ব্যথার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে গেছেন রশিদ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।  


বিজ্ঞাপন


এসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, 'আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের উজ্জ্বল তারকা রশিদ খান আজ ব্যায়াম করার সময় পিঠে ব্যাথা পেয়েছেন। ডাক্তারের পরীক্ষার পর তাকে এক সপ্তাহের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।দলের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী সময়ে রশিদ সম্পূর্ণ চিকিৎসা পাবেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে দলে যোগ দেবেন বলে আশা করা যায়।' 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পরই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। যেখানে তিন ফরম্যাটেই সিরিজ খেলবে মোহাম্মদ নবীরা। তবে রশিদ খানের ইনজুরি এখন ভাবিয়ে তুলেছে আফগান ক্রিকেট বোর্ডকে। যদিও তারা আশা করছে শ্রীলঙ্কা সিরিজেই এই লেগ স্পিনার সুস্থ হয়ে উঠবেন। 

আফগানিস্তান স্কোয়াড- হাসমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহীম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্ম নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, আব্দুল রহমান, ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক।

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর