বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

সিলেটে খেলবে নিউজিল্যান্ড, সন্তুষ্ট প্রতিনিধি দল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

সিলেটে খেলবে নিউজিল্যান্ড, সন্তুষ্ট প্রতিনিধি দল 

এ বছরে সেপ্টেম্বর মাসে মাঠে গড়াবে এশিয়া কাপ। এরপর ৫ অক্টবর থেকে ভারতের মটিতে গড়াবে ১৩তম আসরের ওয়ানডে বিশ্বকাপ। এর আগে এফটিপি অনুযায়ী বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপের পর টেস্ট সিরজও খেলবে দুই দল। ফলে সিরিজের নিরাপত্তার বিষয়সহ ভেন্যু পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ডের চার সদস্যের প্রতিনিধি দল। স্টেডিয়ামসহ অন্যান্য বিষয় নিয়ে বেশ সন্তুষ্ট তারা। 

মাঠ পর্যবেক্ষণ শেষে ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস গণমাধ্যমকে বলেন, ‘মাঠ পর্যবেক্ষণ করতে তারা এসেছেন। আমরা এখনো ভেন্যু চূড়ান্ত করিনি কিন্তু সিলেটে আমরা ম‌্যাচ আয়োজনের পরিকল্পনা করছি। এজন‌্য তারা সিলেটে এসেছেন। আমি বিশ্বাস করি এবং এখন পর্যন্ত তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। তারা এখানকার সুযোগ সুবিধায় সন্তুষ্ট। আমরা ভেন্যু চূড়ান্ত হলে অবশ‌্যই তাদেরকে আরও ভালো সুযোগ-সুবিধা দেব। বাংলাদেশ সব সময়ই ভালো আয়োজক। আশা করছি সেই ধারাবাহিকতা এই সফরেও থাকবে।’


বিজ্ঞাপন


এছাড়া সিলেট স্টেডিয়াম সন্তুষ্টির কথা জানিয়ে নিউজিল্যান্ড প্রতিনিধি দলের একজন বলেন, ‘এখানকার সুযোগ-সুবিধা দারুণ। আমরা এখানে দল পাঠিয়ে কিছু ম‌্যাচ খেলার পরিকল্পনাও করছি। এখানে নিশ্চিতভাবেই স্বস্তি পাবো। আমরা সব সময়ই বাংলাদেশ সফরে আগ্রহী। কখনো চিন্তার কিছু থাকে না।’

আসন্ন সিরিজ নিয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট তারিখ কিংবা ভেন্যু ঠিক না হলেও, এশিয়া কাপের পরই দুই দল মুখোমুখি হতে পারে। আর সেরকম হলে, এটি হবে বিশ্বকাপের আগমুহূর্তে শেষ প্রস্তুতি দুই দলের জন্য। সিরিজে তিন ওয়ানডের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলারও কথা রয়েছে।

এসটি/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর