শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘টেস্টের চেয়ে আইপিএল ভালো’ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৩, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

‘টেস্টের চেয়ে আইপিএল ভালো’ 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের ফাইনালে উঠেছে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএলে খেলার কারণে ইংল্যান্ডের বিপক্ষে এক মাত্র লর্ডস টেস্টে খেলা হচ্ছে না আইরিশ পেসার জশুয়া লিটলের। আয়ারল্যান্ড অধিনায়ক তার দলের সেরা পেসারকে না পেলেও আক্ষেপ করছেন না। 

আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পান বাঁহাতি পেসার লিটল। মেগা এই আসরের নিলামে ৪ কোটি ৪০ লাখ রুপিতে আইরিশ পেসারকে দলে ভেড়ায় গুজরাট টাইটান্স। 


বিজ্ঞাপন


আইপিএলের শুরু থেকে খেলার জন্য আইরিশ ক্রিকেট বোর্ড লিটলকে বাংলাদেশ সফরে দলে রাখেনি। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্রাঞ্চাইজি আসরকে প্রাধান্য দিয়ে থাকে বড় দেশগুলো, ব্যতিক্রম ঘটেনি পল স্টার্লিংদের বোর্ডেরও।

আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি মনে করেন, টেস্ট রেখে লিটলের আইপিএল খেলা ভালো। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই আমি তাকে পরের সপ্তাহে পেতে চাই। আমি বলছি না আমি না করতাম। কিন্তু তার আইপিএলে খেলা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি চায় সে সেখানে (আইপিএল) থাকুক। আমি তাকে সেই মঞ্চে চাই কারণ এটা আয়ারল্যান্ডের ক্রিকেটের জন্য ভালো। এটা আমাদের খেলোয়াড়দের জন্য ভালো।’

আগামী ২৮ মে গুজরাটের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে জশুয়া লিটল। 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর