বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

ইংল্যান্ড ছেড়ে কখনোই যাবো না: জেসন রয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৩, ০৮:৩৮ এএম

শেয়ার করুন:

ইংল্যান্ড ছেড়ে কখনোই যাবো না: জেসন রয়

২০১৯ সালে ঘরের মাঠে বিশ্বকাপে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জেসন রয়। তবে বাজে ফর্মের জন্য ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে দলে রাখেনি এই ইংলিশ ব্যাটারকে। কিন্তু বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে ফিরলে আবারও ব্যাট হাতে আলো ছড়াতে থাকেন ডান হাতি এই ব্যাটার। এমন কি ভারতের মাটিতে আসছে বিশ্বকাপেও দলে থাকার কথা তার। এমন সময়ে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে কেন্দ্রীয় চুক্তি বাতিল করে আমেরিকায় মেজির লিগ ক্রিকেটে খেলবেন বলে খবর ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের গণমাধ্যমে। এমন গুঞ্জন ডালপালা ছড়ালে নিজেই এ নিয়ে বিবৃতি দেন রয়।

বিশ্বকাপজয়ী ওপেনার আগামী দুই বছরের জন্য লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সাথে দুই বছরের চুক্তি করতে চলেছেন। আর তা যদি সত্য হয় অর্থাৎ, চুক্তিতে স্বাক্ষর করলে ভারতে অনুষ্ঠিতব্য ওডিআই বিশ্বকাপ ২০২৩এ ইংল্যান্ড দলে তার জায়গা হারাতে পারে। এমনটায় জানা যায় ডেইলি মেইলের এক প্রতিবেদনে।


বিজ্ঞাপন


এরকম খবর ছড়িয়ে পড়ার পর রয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে বলেন, ‘আমাকে নিয়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ধারণা ছড়িয়ে পড়েছে, তাই আমি পরিষ্কার করে বলতে চাই, আমি ইংল্যান্ড ছেড়ে যাচ্ছিনা, কখনোই যাবো না। নিজ দেশের হয়ে ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে পারা তার কাছে সবচেয়ে গর্বের দাবী করে এ ব্যাটার বলেন, আরও অনেক বছর ইংল্যান্ডের হয়ে খেলার আশা করি, এটিই আমার প্রাধান্য পাবে।’

তবে মেজর লিগ ক্রিকেটে খেলার বিষয়টি সঠিক জানিয়ে রয় বলেন, ‘মেজর লিগ ক্রিকেট খেলার ব্যাপারে ইসিবির সঙ্গে আমার স্বচ্ছ ও সহায়তাপূর্ণ আলোচনা হয়েছে। এ প্রতিযোগিতায় আমাকে খেলতে দিতে পেরে ইসিবি খুশি, যতক্ষণ না চুক্তির বছরের বাকিটা সময় আমাকে তাদের অর্থ দিতে না হচ্ছে।’

জেসন রয়ের সাথে মূলত ইসিবির কেন্দ্রীয় কোনো চুক্তি নেই। ইনক্রিমেন্ট চুক্তি নামে বার্ষিক কেন্দ্রীয় চুক্তির বাইরে একটি শাখা আছে যাতে এই শ্রেণিতে থাকা ক্রিকেটাররা বছরে ৬৬ হাজার পাউন্ড পান। রয়ও এই চুক্তির অন্তর্ভুক্ত। রয়ও এ জন্যই মেজর লিগে খেলার সুযোগটি নিতে চান জানিয়ে বলেন, ‘এক সংস্করণে খেলি, কেন্দ্রীয় চুক্তিও নেই। আবার ইংল্যান্ডের সূচির সঙ্গে সাংঘর্ষিক নয় বলে এ প্রতিযোগিতায় খেলার সুযোগটি নিতে চেয়েছি আমি। যত বেশি সম্ভব প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেললে ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে আমারই লাভ।’

মূলত নিজ দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই মেজর লিগে খেলতে যাচ্ছেন বলেই জানান রয়, ইংল্যান্ড ক্রিকেটকে বিদায় বলে নয়।


বিজ্ঞাপন


আরএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর