শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মোদিকে নিয়ে আফ্রিদির বিস্ফোরক মন্তব্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৩, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

মোদিকে নিয়ে আফ্রিদির বিস্ফোরক মন্তব্য

ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক যেন দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন হয় না প্রায় এক দশক হয়েছে। শুধু মাত্র আইসিসি ও এসিসি আয়োজিত টুর্নামেন্টেই দুই দেশের খেলা দেখতে পারে সমর্থকরা। এদিকে দুই দেশের মধ্যে এশিয়া কাপ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সেই জল্পনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি।   

এই ক্রিকেটারের দাবি, নিজের আমলে পাকিস্তানের পক্ষে মোদী ভালো কোনও কাজ করবেন, সেটা কোনও ভাবেই আশা করা যায় না। যখন থেকে ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন মোদী, তখন থেকেই পাকিস্তানের ক্ষতি করছেন বলে অভিযোগ করেন আফ্রিদি।


বিজ্ঞাপন


পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে যে জট তৈরি হয়েছে, তা নিয়ে সামা টিভিতে আফ্রিদিকে একটি প্রশ্ন করা হয়। ওই পাকিস্তানি গণমাধ্যমের তরফে দাবি করা হয়, এখন এশিয়া কাপ নিয়ে টানাপোড়েন চলছে। পরবর্তীতে যে টুর্নামেন্ট হবে (আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি), তা নিয়েও এরকম টানাপোড়েন হতে পারে। ভারতের সামনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে বলেও দাবি করা হয়।

সেই সংক্রান্ত বিষয়েই সামা টিভিতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার আফ্রিদি বলেন, ‘যখন থেকে মোদি ক্ষমতায় এসেছেন, তখন থেকে পাকিস্তানের পক্ষে উনি কোনও কাজ করবেন বলে আশা করা যায় না। পাকিস্তানের ভালো হবে, এমন কিছু করবেন বলে আশা করতে পারি না। সেটাই হল সহজ বিষয়। ইতিহাস ঘাঁটলেই সেটা বুঝবেন।’ 

সেই সময় ৪৬ বছরের আফ্রিদি আরও বলেন, ‘আগে ভারতে যখন বিজেপি সরকার ক্ষমতায় ছিল, তখন ভালো সম্পর্ক ছিল। আগেকার প্রধানমন্ত্রীদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল। আমি শুধুমাত্র মোদীর কথা বলছি। ওঁনার থেকে আমার ছিটেফোঁটা আশা নেই। উনি শুধু আমাদের ক্ষতি করেন। আমাদের পাকিস্তানের পক্ষে উনি কিছু করবেন বলে আমি আশা করি না।’

তবে এই প্রথম মোদিকে আক্রমণ করলেন আফ্রিদি তা না। গত মার্চেই মোদীকে কিছুটা আর্জির সুরেই নিশানা করেছিলেন। দোহায় লেজেন্ডস লিগ ক্রিকেটের ফাঁকেই আফ্রিদি বলেছিলেন, ‘দুই দেশের মধ্যে যাতে ক্রিকেট হয়, সেজন্য মোদী সাহেবকে অনুরোধ করছি। নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করছে, তাতে বলতে পারি যে সম্প্রতি এখানে একাধিক আন্তর্জাতিক দল খেলতে আসছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর