মাগুরার নোমানী ময়দান কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। নামাজ শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সাকিবের বাবা মাশরুর রেজাসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন- বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল পাচ্ছে আয়ারল্যান্ড

এর আগে গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) মাগুরায় নিজ গ্রামে পা রাখেন সাকিব আল হাসান। এরপর সাকিবের বন্ধুরা জানিয়েছিলেন, দীর্ঘদিন পর সবার সঙ্গে দেখা হওয়ায় সাকিবসহ সবাই ভীষণ আনন্দিত। তারা শৈশবের নানা স্মৃতিচারণা ও আড্ডায় দারুণ সময় পার করছেন।
তাছাড়াও সাকিবের পরিবার জানায়, ২০১৭ সালে শেষবার মাগুরায় ঈদ করেছিলেন সাকিব। এরপর ব্যস্ততার কারণে বাবা-মার সঙ্গে ঈদ করতে পারেননি তিনি। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর আবারও ঈদ করতে মাগুরায় এসেছেন সাকিব।
বিজ্ঞাপন
উল্লেখ্য, তিন সন্তানসহ সাকিবের স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এফএইচ

