মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৬ হাজার পরিবারকে খাবার দিচ্ছে বিসিবি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

৬ হাজার পরিবারকে খাবার দিচ্ছে বিসিবি 

পবিত্র মাহে রমজান আসলে সবসময় চারিদিকে ইফতার পার্টির হিড়িক পড়ে। সবার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিয়মিত আয়োজন করে থাকে। তবে এবার ভিন্ন পথে হেঁটেছে ক্রিকেট বোর্ড। ইফতার পার্টি না করে ব্যতিক্রমী আয়োজন করেছে বিসিবি।    

সোমবার বিসিবি সভাপতি মিরপুরের একাডেমি মাঠে ইফতার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যদিও দলের জন্য বলেছে, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের জন্য। উনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় ইফতার পার্টি করে লাখ লাখ টাকা খরচ না করে এটা যদি গরীবদের মাঝে বিতরণ করা যায়। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। উনার এই নির্দেশ ক্রমে আমরা আসলে আজকে শুরু করেছি। ’


বিজ্ঞাপন


‘এখানে যেটা দেখেছেন, এখানকার যারা স্টাফ আছে বিশেষ করে গ্রাউন্ডস ম্যান, সিকিউরিটি, ক্লিনারস এদেরকে প্রতীকী হিসেবে এখানে দিলাম। সঙ্গে সঙ্গে বস্তিতে চলে গেছে আজকে, এখানকার মাদরাসা আছে, ঢাকার বাইরেও কয়েকটা ভেন্যুতে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন এটা বিতরণ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমা ছয় হাজার পরিবারের জন্য প্যাক করার পরিকল্পনা করেছি।’

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর