শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ক্রিকেট ইতিহাসে অনন্য নজির!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ১০:৫১ এএম

শেয়ার করুন:

ক্রিকেট ইতিহাসে অনন্য নজির!

ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের কিম কটন। প্রথমবারের মতো আইসিসির দুইটি পূর্ণ সদস্য দেশের মধ্যে আন্তর্জাতিক ম্যাচে অনফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করলেন কোনও নারী।

আজ (বুধবার) ডানিডনের ইউনিভার্সিটি ওভালে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচে স্ব-দেশীয় ওয়েন নাইটসের সঙ্গে অনফিল্ড আম্পায়ারিং করেন ৪৮ বছর বয়সী কিম।


বিজ্ঞাপন


আরও পড়ুন- আইপিএলে আম্পায়ারদের বেতন কত?

আইসিসির সেরা আম্পায়ারদের তালিকার প্রথম সারিতেই আছেন কিম। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তার হাতে দায়িত্ব তুলে দিয়েছিল আইসিসি। ২০১৮ সাল থেকে তিনটি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি ৫০ ওভারের বিশ্বকাপে আম্পায়ার থেকেছেন কিম।

শুধু তাই নয়। ২০২০ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ সালের ৫০ ওভারে ক্রিকেট বিশ্বকাপ ও ২০২৩ সালের সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করেছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন- মেসিকে ৪৭০০ কোটি টাকায় দলে ভেড়াতে যাচ্ছে সৌদি ক্লাব!

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ৫৪টি আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি ম্যাচ ও ২৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন কিম। কোনও ম্যাচে অনফিল্ড আম্পায়ার থেকেছেন। কোনও ম্যাচে আবার তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর