বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে আইরিশরা। তিন ম্যাচের একটিতেও দাঁড়াতে পারেনি। দাপটের সঙ্গে সিরিজ জিতেছে তামিম ইকবালরা। এবার সেই আক্ষেপ ভুলে আয়ারল্যান্ডের সামনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। আগামীকাল শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে বড় লক্ষ্যের আশা ব্যক্ত করেছেন আইরিশ কোচ হেনরিখ মালান।
সাগরিকায় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসের বাণী শুনিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের জয়ের উদাহরণ টেনে নিজ দলের সক্ষমতার কথাও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মালান বলেন, ‘আমার মনে হয় কয়েকদিন পিছিয়ে গেলেই আপনি দেখবেন আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। ছোট ফরম্যাটে দলগুলো ম্যাচ আরও ক্লোজ হয়ে যায়। আমার মনে হয় টি-টোয়েন্টিতে এটাই রোমাঞ্চকর সময়। অনেকদিন ধরেই দেখিয়েছি আমরা টি-টোয়েন্টিতে ভালো করতে পারি। আশা করি আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবো। আমার মনে হয় ছেলেরা এখন আরও ভালো ধারণা রাখে। আশা করি আমরা ভালো কিছু করতে পারবো।'
তিনি আরো যোগ করেন, ‘এই সিরিজ দারুণ চ্যালেঞ্জের হবে। কয়েক সপ্তাহ আগে তারা (বাংলাদেশ) বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে এই ফরম্যাটে। কিন্তু একইসঙ্গে আমরাও এটা নিয়ে রোমাঞ্চিত। বিশ্বকাপে আমরা দেখিয়েছি এমন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারি, যেটা রোমাঞ্চকর, মানুষ দেখতে আগ্রহী। এই ধরনের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করতে পারা দারুণ অভিজ্ঞতার সুযোগ অভিজ্ঞ ও তরুণদের জন্য।'
ওয়ানডে সিরিজ শেষে এখন চলে এসেছে টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজে আয়ারল্যান্ডের প্রত্যাশা কেমন এমন প্রশ্নে মালান বলেন, ‘আপনি যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাইবেন। আমার মনে হয় এটা অনেকবার বলেছি, আমরা বুঝতে পারছি আন্তর্জাতিক ক্রিকেট জয়-পরাজয়ের খেলা। কিন্তু আমার জন্য, আমরা সবসময়ই চাই ৩-০তে জিততে। কিন্তু বাংলাদেশকে ৩-০তে হারানোটা মূল বিষয় না। আমাদের জন্য ব্যাপার হচ্ছে একটা নির্দিষ্ট পথ ও ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে। আশা করি এটা চালিয়ে যেতে পারলে ৩-০ তে জয় এমনিতেই আসবে।'
এমএএম