মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

পেস বোলিং আক্রমণের প্রশংসায় তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

পেস বোলিং আক্রমণের প্রশংসায় তামিম

বাংলাদেশ ওয়ানডেতে শক্তিশালী এটা শেষ কয়েক বছর ধরে সত্য। তবে আধুনিক ক্রিকেটে যেভাবে রান উৎসব হয়, সেটা থেকে টাইগাররা বেশ পিছিয়ে ছিল। কিন্তু আয়ারল্যান্ড সিরিজে দেখা গিয়েছে পরিবর্তনের ইঙ্গিত। পরপর তিন শতাধিক রানের স্কোর গড়ার পর আজ টাইগাররা জিতেছে ১০ উইকেটে। ফলে সম্প্রতি দেখা যাচ্ছে আগ্রাসী ক্রিকেট টাইগার দলকে। এছাড় পেসারদের পারফর্ম। সব নিয়ে ম্যাচ শেষে পেসার এবং ব্যাটারদের প্রশংসার পাশাপাশি হাতুরাকেও কৃতিত্ব দিলেন অধিনায়ক তামিম ইকবাল। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘হ্যাঁ। আমি যদি শুধু এটা বলি যে তারা দারুণ বল করেছে, এটা বলাটা ভুল হবে। আমার কাছে মনে হয়, মাঠের বাইরে যে কাজটা তারা করেছে, এটা এখন মাঠে কাজে দিচ্ছে। তাদের এই সফলতা ফ্লুক নয়, তারা নেটে কঠোর পরিশ্রম করছে। আপনার হাতে যখন এমন একটা পেস বোলিং অ্যাটাক থাকবে, তখন কাজটা অনেক সহজ হয়ে যায়।’


বিজ্ঞাপন


‘আপনি যেখানেই খেলছেন, হোম হোক বা অ্যাওয়ে, যে কোনো জায়গায় আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবেন। পুরো পেস বোলিং ইউনিটকে নিয়েই গর্ব হয় আমার। শুধু হাসান পাঁচ উইকেট পেয়েছে বলেই নয়, অন্য কেউ তিন-চার উইকেট পেয়েছে বলে নয়, যেভাবে তারা বল করেছে পুরো সিরিজে সেটা বেশ তৃপ্তি দিয়েছে।’

এছাড়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ড সিরিজেই আমি বলেছি আপনারা ভবিষ্যতে দেখবেন আমরা এমন উইকেটে খেলব। একটা ওয়ানডে চট্টগ্রামে যাওয়াটা একটা পদক্ষেপ ছিল। এখানে এসে আমরা উইকেটে ভালো পরিমানে ঘাস রেখে দিয়েছি। সাধারণত ঘাসের উইকেটে আমরা খুব বেশি খেলি না।’

‘বিশ্বকাপের কথা ভেবে, সামনের যে সিরিজগুলো আছে, এ কারণেই এমন উইকেটে খেলা। কারণ, আপনি যখনই এই ধরনের উইকেটে খেলবেন, বিশেষ করে ঘরের মাঠে, তখন লড়াইটা সমান হয়ে যায়। কারণ ওদের যে ফাস্ট বোলার আছে, ওরা কিন্তু ওদের দেশে এই ধরনের উইকেটে বল করতেই অভ্যস্ত। আমরা চ্যালেঞ্জটা নিয়েছিলাম, খেলোয়াড়রাও দারুণভাবে সাড়া দিয়েছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর