শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

সাকিব, তামিম ও মুশফিকদের বিসিবির সম্মাননা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

সাকিব, তামিম ও মুশফিকদের বিসিবির সম্মাননা

চলতি মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের মালিক হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওডিআইতে ৭ হাজার রান পূর্ণ করেন মুশফিকুর রহিম। ফলে বিভিন্ন রেকর্ড ছুঁয়েছেন ক্রিকেটাররা, এরই কারনে ভালো পারফরম্যান্স করা এই তিন ক্রিকেটারের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। যা বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়।  

এ সময় তামিমের হাতে ক্রেস্ট তুলে দিয়ে জেমি সিডন্স বলেন, ‘বিশ্বকাপের জন্য এই দলকে আমার অনেক ভালো মনে হয়েছে। আমি এই দলকে অভিনন্দন জানাচ্ছি। তামিম, মুশফিক, সাকিব এমনকি মাহমুদউল্লাহ রিয়াদও ভালো করছে। যদি এরা সেরাটা দিতে পারে, তাহলে সফলতা খুব সহজেই পাওয়া যাবে।’


বিজ্ঞাপন


এ সময় মুশফিকের হাতে বিশেষ এই সম্মাননা তুলে দেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে। এর আগে সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিয়ে হাথুরুসিংহে বলেন, ‘বাংলাদেশের হয়ে তুমি যাদের বিপক্ষে খেলেছ, তাদের বোলিং অ্যাটাক অনেক ভালো ছিল। গত ৫-৬ বছরের কথা বলছি না। আমি মনে করি, তুমি যেভাবে রান কর এবং এর আগে যেভাবে বল করেছ, সেটি খুব সহজ নয়। যেকোনো দল থেকে তোমার পারফরম্যান্স অনেক এগিয়ে।’

 

এছাড়া সম্প্রতি কয়েক দিনের ব্যবধানে ওয়ানডে ফরম্যাটে ৩০০ উইকেট এবং সাত হাজার রানের ডাবলে পৌঁছেছেন সাকিব এ নিয়ে প্রধান কোচ বলেন, ‘তবুও বাংলাদেশের মতো এতো কঠিন কন্ডিশনে এতো রান করা আসলেই কঠিন। ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো কন্ডিশনে খেললে এতোদিন তোমার রান ১০ থেকে ১২ হাজার হয়ে যেত। তুমি এতোটাই প্রতিভাবান। এতোসব প্রতিকূলতার মাঝেও তোমার সাত হাজার রান করা একটা বড় প্রাপ্তি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর