বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। মাঠে যেমন শতভাগ দিয়ে থাকেন মাঠের বাহিরের কাজ গুলাও করেণ শতভাগ দিয়ে। তবে এবার দুবায়ের ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ এই প্রতিষ্ঠানটির মালিক পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি!
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হন পরিদর্শক মামুন। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আরাভ খান ওরফে রবিউল ইসলাম ভারতে পালিয়ে যান। এই মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশ রবিউলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। পুলিশ হত্যার মামলায় রবিউলের ভাড়া করা এক ব্যক্তি আত্মসমর্পণ করে ৯ মাস জেল খেটে বের হন!
বিজ্ঞাপন
যাতে তার নাম বদলে লেখা হয় ‘আরাভ খান’। সেখান থেকে চলে যান দুবাই। ২০২১ সালের ৩১ অক্টোবর আরব আমিরাত সরকার তাকে রেসিডেন্ট পারমিট দেয়। রবিউল এখন সেখানেই আছেন, জুয়েলারি ব্যবসা করছেন। আজ বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন করবেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার নিজেই এক ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন। কয়েক মাস আগে জুয়া কম্পানির সঙ্গে চুক্তি করে বিতর্কিত সাকিব ফের এক বিতর্কের জন্ম দিলেন।
রবিউল ভারতে গিয়ে বিয়ে এবং সে দেশের নাগরিকত্ব নেন আরাভ খান নামে। ২০২০ সালে রবিউল ভারতীয় পাসপোর্ট পান। সেখান থেকে চলে যান দুবাই। ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত তিন বছর মেয়াদি ভিসা পান তিনি। আরাভ খান প্রবাসীদের কাছে নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেন।
এদিকে খুনের মামলার ফেরারি আসামি রবিউল ইসলাম ওরফে আপন ওরফে আরাভের দুবাইয়ে জুয়েলারি ব্যবসার বিষয়টি নজরে এসেছে গোয়েন্দা পুলিশের। ইন্টারপোলের মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তাকে গ্রেফতারে সহযোগিতা চাওয়া হবে বলে গণমাধ্যমকে জানায় ডিবি।
অন্যদিকে খুনের মামলার আসামির দোকান উদ্বোধনে সাকিবের অংশগ্রহণ নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা। এদিকে এই অনুষ্টানে সাকিব ছাড়াও একঝাঁক তারকা উপস্থিত থাকবেন।

