মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

'পাকিস্তানিরা ফলোয়ার বাড়ানোর জন্য ভারতীয়দের নিয়ে কথা বলে'

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

'পাকিস্তানিরা ফলোয়ার বাড়ানোর জন্য ভারতীয়দের নিয়ে কথা বলে'

বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য সবারই জানা। দেশ ও দেশের বাইরে সিরিজে নিজেদের সেরাটা দিয়ে শীর্ষ দলে পরিণত হয়েছে রোহিত শর্মারা। ভারতীয়দের এমন সাফল্যের পর তাদের প্রশংসায় ভাসান ক্রিকেট বিশ্লেষকরা। যেখানে বাদ যান না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। ভারত-পাকিস্তানের ক্রিকেটে শীতল যুদ্ধ চলমান বহুকাল ধরে। এবার বিস্ফোরক এক মন্তব্য করেছেন ভারতের সাবেক তারকা সুনীল গাভাস্কার। 

ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কটাক্ষ এবং সমালোচনা করে থাকেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। একটু এদিক সেদিক হলেই যেন সমালোচনার ঝড় বইয়ে দেন পাকিস্তানিরা। 


বিজ্ঞাপন


ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটে দীর্ঘ দিন ধরেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। যে কারণে দুই দেশের ক্রিকেট সিরিজও বন্ধ হয়ে রয়েছে। ভারত ও পাকিস্তান শুধুমাত্র আইসিসি ইভেন্টেই একে অপরের মুখোমুখি হয়ে থাকে।

পাকিস্তানের সাবেকদের এবার এক হাত নিলেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি দাবি করেছেন, আইপিএল বিশ্বব্যাপী ক্রিকেটারদের মধ্যে দূরত্ব কমিয়ে দিয়েছে। বরং একটি হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে। তবে একটি ব্যতিক্রম থেকেই গিয়েছে। সেটা হল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক। প্রসঙ্গত, দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে আইপিএলের উদ্বোধনী সংস্করণের পর থেকে পাকিস্তানি ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশ গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

ভারতীয় গণমাধ্যম মিড ডে-তে নিজের কলামে তিনি দাবি করেছেন, ‘কিছু সাবেক পাকিস্তানি ক্রিকেটার ভারতীয় ভক্তদের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়ার জন্যই বিতর্কিত মন্তব্য করে। এতে তাদের ফলোয়ারের সংখ্যা বেড়ে যায়। তারা জানে যে, ভারতের বর্তমান বা সাবেক ক্রিকেটারদের সম্পর্কে অবমাননাকর কথা বলা হলে, তাদের ফলোয়ার বাড়বে এবং তারা এই কৌশলই কাজে লাগায়। কিন্তু আমাদের মিডিয়াকে বুঝতে হবে, এমন লোকেদের বক্তব্যকে সিরিয়াসলি নেওয়াই উচিত নয়।’ 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর