সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিপিএলের শিরোপাজয়ী দল কত টাকা পাচ্ছে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

বিপিএলের শিরোপাজয়ী দল কত টাকা পাচ্ছে?

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরের শুরুতে ছিল না ‘ডিআরএস’। এর সঙ্গে যুক্ত হয়েছিল আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত। সব মিলিয়ে বিপিএলের নবম আসর ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। তবে সব কিছুকে পেছনে ফেলে পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের।

এদিকে শুরু থেকেই সমালোচনায় মুখর বিপিএলের এবারের আসরে দলগুলোর অর্থ পুরস্কার দ্বিগুণ করা হয়েছে। এর মধ্যেই ফাইনালে উঠে কুমিল্লা ও সিলেট কোটি টাকা নিশ্চিত করেছে। এবার দল দুইটির লক্ষ্য সেই অঙ্কটা দ্বিগুণ করার। যাদের হাতেই শিরোপা উঠবে তারা পাবে ২ কোটি টাকা। আর রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ভারত নয় শীর্ষে অস্ট্রেলিয়া, ভুল করেছিল আইসিসি

অন্যদিকে আজকের ফাইনালে সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা। আর আসরের সেরা ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা। ৫ লাখ টাকা করে পাবেন সর্বোচ্চ উইকেটশিকারি ও রানসংগ্রাহক পাবেন। এদিকে সেরা ফিল্ডার যিনি হবেন, তিনি পাবেন ৩ লাখ টাকা পুরস্কার।

বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৪৫২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের শীর্ষে আছেন সিলেট স্টাইকার্সের নাজমুল হোসেন শান্ত। আর ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে শীর্ষে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার তানভীর ইসলাম।


বিজ্ঞাপন


এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর