বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লার সহজ জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১২ পিএম

শেয়ার করুন:

রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লার সহজ জয়

দুই দিন বিরতির পর বিপিএলের শেষ দিকের লড়াই শুরু হচ্ছে আজ। মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে দু'দলই। হাইভোল্টেজ এই ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। টসে হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রানের সংগ্রহ পায় বরিশাল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আন্দ্রে রাসেলের ঝড় ইনিংসে ভর করে ৫ উইকেটের জয় পায় কুমিল্লা।  

আগে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানেই দুই ব্যাটারকে হারিয়ে ধাক্কা খায় বরিশাল। এরপর মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে নিজের নামের পাশে ৬ রান করেই সাজঘরে ফেরেন সাকিব। অধিনায়কের বিদায়ের পর ৪ রান করে আউট হন ক্রিজে আসা ইফতিখার আহমেদও। ফলে দ্রুত উইকেট হারিয়ে রান সংগ্রহের চাপে পরে বরিশাল।


বিজ্ঞাপন


অপরদিকে স্কোরবোর্ডে ৬৪ রান তুলতে ৩৬ রান করে আউট হন মাহমুদুল্লাহও।  ষষ্ঠ উইকেটে মেহেদি মিরাজ- জান্নাত মিলে হাল ধরার চেষ্টা করেন বরিশালের। দু'জন মিলে গড়েন ৪৭ রানের জুটি। তবে দলীয় ১১৮ রান তুলতেই দ্রুত তিন উইকেট হারিয়ে বসে সাকিবের দল। শেষ পর্যন্ত ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন  মুকিদুল ইসলাম। 

বরিশালের ছোট পুঁজির লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় কুমিল্লা। দ্বিতীয় উইকেটে জাকের আলিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে ১০ রান করেই সাজঘরে ফিরে যান জাকের আলি। এরপর স্কোরবোর্ডে ৬০ রানে আরও দুই ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে কুমিল্লা। শেষে খুশদিল ও আন্দ্রে রাসেলের আগ্রাসী ব্যাটিংয়ে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় তুলে নেয় কুমিল্লা। বরিশালের হয়ে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নেন এবাদত হোসেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর