সিলেটে ব্যাটে-বলের দ্বৈরথ শেষে, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম শুরু হয়েছে বিপিএলের শেষ পর্বের লড়াই। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডমিনেটর্স ও রংপুর রাইডার্স। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে ঢাকার জয়ের কোন কোন বিকল্প নেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। আগে ব্যাট করতে নেমে আরিফুল হকের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করেছে ঢাকা।
প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন। অপরদিকে আরেক ওপেনার সৌম্য দেখে খেলার চেষ্টা করলেও ৩ রান করে আজমতুল্লাহর বলে খোঁচা মেরে আউট হন এ বাঁহাতি ব্যাটার।
বিজ্ঞাপন
পঞ্চম উইকেটে আবদুল্লাহ আল-মামুন ও অ্যালেক্স ব্লেক মিলে কিছুটা ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু স্কোরবোর্ডে ৪৯ রানে ১৮ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন ব্লেক। এরপর দলীয় ৭৫ রানে আরো দুটি উইকেট হারিয়ে বসে ঢাকা। পরে আরিফুল হকের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে ঢাকা। রংপুরের হয়ে বল হাতে আজমতুল্লাহ ওমরজাই নেন ২টি উইকেট।

