শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইতিহাস গড়ে একাধিক রেকর্ড গিলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৭ এএম

শেয়ার করুন:

ইতিহাস গড়ে একাধিক রেকর্ড গিলের

মাত্র ৫৪ বলে শতরান। এরপরের গল্পটা শুধুই রেকর্ডবুককে সমৃদ্ধ করার। বলছি ভারতীয় ব্যাটিংয়ের ভবিষ্যৎ শুভমন গিলের কথা। টিম ইন্ডিয়ার হয়ে ৩০টিরও কম সীমিত ওভারের ম্যাচ খেলা এই পাঞ্জাবি সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন। ক্রিকেটের তিন ফরম্যাটেই প্রতিভার ঝলক দেখিয়ে এর মধ্যেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে এই ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার।

গতকাল (বুধবার) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। ডু অর ডাই ম্যাচে যে দল জিতত, তাদের হাতেই উঠত সিরিজ জয়ের শিরোপা। এমন সমীকরণের ম্যাচে ফের জ্বলে উঠে গিলের ব্যাট। তার শতরানের উপর ভর করেই ভারত ১৬৮ রানে ম্যাচ জিতে নেয়। এর সঙ্গে কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় হার্দিক পান্ডিয়ার দল।


বিজ্ঞাপন


আরও পড়ুন- মিরপুরে বসছে নতুন প্রযুক্তি, বৃষ্টিতেও করা যাবে অনুশীলন 

গতকালের খেলায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম শতরানের স্বাদ পান শুভমন গিল। মাত্র ৫৪ বলে শতরান করেন তিনি। পঞ্চম ভারতীয় হিসেবে দেশের জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সেঞ্চুরির দেখা পেলেন গিল। এদিন ২০০ স্ট্রাইক রেটে ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকানো গিল এর মধ্য দিয়েই কোহলিকে টপকে এক অনন্য রেকর্ডে নিজের নাম লেখান। শুধু তাই নয়। ২৩ বছর বয়সী এই ব্যাটার আরও কয়েকটি রেকর্ড গড়েছেন গতকালের ম্যাচে।

একনজরে দেখে নেওয়া যাক, নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালের ম্যাচে আর কী কী রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার এই ভবিষ্যৎ।


বিজ্ঞাপন


শুভমন গিল কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করেছেন। এর সঙ্গে টপকে গেছেন রায়নাকে। ২৩ বছর ১৪৬ দিনে শতরান করলেন শুভমন। তার থেকে মাত্র ১০ দিন বেশি বয়সে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন রায়না। প্রোটিয়াদের বিপক্ষে তিনি শতরান করেছিলেন ২৩ বছর ১৫৬ দিনে।

আরও পড়ুন- ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার!  

গতকালের ম্যাচে শুভমন করেন ১২৬ রান। এটিই টি-টোয়েন্টিতে এক ইনিংসে কোনও ভারতীয় ব্যাটারের সর্বাধিক রান। এর আগে আফগানিস্তানের বিপক্ষে বিরাট কোহলি ৬১ বলে ১২২ রান করেছিলেন। যা এতদিন ছিল সর্বোচ্চ। মাত্র ১৪৬ দিনের ব্যবধানে এবার গিল সেই রানকেও টপকে গেলেন।

টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করেছেন যারা:

১) শুভমান গিল, ১২৬*(৬৩ বল) (ভারত বনাম নিউজিল্যান্ড), আহমেদাবাদ ২০২৩
২) বিরাট কোহলি, ১২২*(৬১ বল) (ভারত বনাম আফগানিস্তান), দুবাই ২০২২
৩) রোহিত শর্মা, ১১৮(৪৩ বল), ( ভারত বনাম শ্রীলঙ্কা), ইন্দোর ২০১৭
৪) সূর্যকুমার যাদব, ১১৭(৫৫ বল), (ভারত বনাম ইংল্যান্ড), নটিংহ্যাম ২০২২
৫) সূর্যকুমার যাদব, ১১২*(৫১ বল), (ভারত বনাম শ্রীলঙ্কা), রাজকোট ২০২৩
৬) রোহিত শর্মা, ১১১*(৬১ বল) (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ), লখনউ ২০১৮
৭) সূর্যকুমার যাদব, ১১১*(৫১ বল) (ভারত বনাম নিউজিল্যান্ড), মাউন্ট মাউনাগানুই ২০২২
৮) কেএল রাহুল, ১১০*(৫১ বল), (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ), লউডারহিল ২০১৬

আরও পড়ুন- পিএসজি ছাড়লেন মেসির সতীর্থ

গতকালের ম্যাচে শতরান করে গিল অনন্য এক রেকর্ডে নাম লিখিয়েছেন। এর আগে ভারতের মাত্র চারজন ব্যাটার ক্রিকেটের সব ফরম্যাটেই সেঞ্চুরি করেছিলেন। কিউইদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে তিন অংকের রানে পৌঁছে এবার সেই রেকর্ডবুকেও নাম লিখালেন এই ২৩ বছর বয়সী পাঞ্জাবি ক্রিকেটার।

ভারতের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে শতরানের মালিক যারা:

১) সুরেশ রায়না
২) রোহিত শর্মা
৩) লোকেশ রাহুল
৪) বিরাট কোহলি
৫) শুভমান গিল

এর বাইরেও বেশ কয়েকটি রেকর্ডে এর মধ্যেই নিজের নাম লিখিয়েছেন শুভমন। যাদের মধ্যে উল্লেখযোগ্য-

১) সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি।
২) ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে যৌথ সর্বোচ্চ ব্যক্তিগত রান।
৩) সবচেয়ে কম বয়সে ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর