শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘হাজার বারই বলব, আমি কিছুই আশা করি না’ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

‘হাজার বারই বলব, আমি কিছুই আশা করি না’ 

মাশরাফি বিন মর্তুজা কি করতে পারেন তা সবার জানা। সিলেটের মতো দলকে বিপিএলে নেতৃত্বে করে পরিণত করেছে ভিন্ন রুপে। তবে দলের নেতা হিসেবে নয় শুধু, বোলিং করেও এই আসরে এখন পর্যন্ত ৯ উইকেট নিয়ে আছেন টপ টেনে। তার এই পারফরম্যান্সে কে বলবে দীর্ঘ ৮ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন এই পেস বলার। এদিকে বিপিলের সিলেটের পর্বে এসে গণমাধ্যমের মুখোমুখি হয় এই নড়াইল এক্সপ্রেস। সেখানে জানান অবসর নেওয়া প্রসঙ্গে, মাঠ থেকে বিদায় নেওয়ার ব্যাপারে বোর্ডের (বিসিবি) কাছে থেকে কোন প্রত্যাশা করেন না তিনি।

বোর্ডের উপর কেমন প্রত্যাশা সেই প্রসঙ্গ নিয়ে মাশরাফি বলেন, ‘কোনো প্রত্যাশা নিয়ে আসিনি, যেতেও চাইনি। তিন বছর আগেও এই প্রত্যাশা নিয়ে এখান থেকে যাইনি যে আমাকে ক্রিকেট বোর্ড থেকে বা কোনো জায়গা থেকে কী দেবে। সেই আশায় আমি বসেছিলাম না। আগেও বললাম আমার খুশি আমার কাছে, সেটা কারো কাছে বিক্রিও করতে আসিনি, কিনতেও আসিনি। আমার যেটা মন চেয়েছে, যেটা করে মনে করি ঘরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারব, সেটাই করেছি ক্রিকেটের ক্ষেত্রে। এজন্য আমি কারো কাছে কিছু আশা করি না। সত্যি বললাম, হাজার বার বললে হাজার বারই বলব আমি কিছুই আশা করি না।’ 


বিজ্ঞাপন


এছাড়া জাতীয় দলের সাবেক এই পেসার বলেন, ‘এমন কোনো অর্থ আমি ক্রিকেট থেকে এখন পাই না। তো এটা শুধু পেশার ব্যাপার না এখন, এটা প্যাশনের ব্যাপার। আমি যখন ক্লাস সিক্স-সেভেন-এইটে পড়ি, তখন থেকেই এই স্পোর্টসটের সাথে। যখন ক্রিকেটের ওই ইমেজ ছিল না, তখন থেকেই ভালোবেসেছি। এই খেলার প্রতি আমার যে ভালোবাসা আছে হয়তো আরেকজন ক্রিকেটারেরও তাই আছে। হয়তো তার ক্ষেত্রে গেলেও একই কাজ করবে। তারটা তো আমি বলতে পারবো না, আমারটা বলতে পারবো। আমি ক্রিকেট খেলেছি ভালোবেসেছি, এখনও ভালোবাসি এজন্য খেলি।’ 

এদিকে মাশরাফি নিজেকে নিয়ে জানান, ‘আমার ক্ষেত্রে কোনো প্রত্যাশা নেই। এ নিয়ে কোনো রাগ, ক্ষোভ, কিছুই না। আমার কোনো ক্ষোভ নাই। কেবল বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে। ’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর