শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিপাকে বিপিএল, মাঝপথে চলে যাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

বিপাকে বিপিএল, মাঝপথে চলে যাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যেন সমালোচনার আসর। ঢাকা পর্ব থেকে একাধিক বিতর্কিত ঘটনার পর চট্টগ্রাম পর্বেও সেই একই চিত্র। এবার আগামীকাল থেকে সিলেট পর্ব শুরু হতে যাচ্ছে তবে এর আগে যেন বড় দুঃসংবাদ পেল বিপিএল কর্তৃপক্ষ। চলমান আসরে বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানিদের আধিপত্য। তবে অতিদ্রুতই পাকিস্তানের ক্রিকেটারদের ছাড়তে হচ্ছে বাংলাদেশ।   

২৭- ৩১ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে খেলা। মাঝে কয়েকদিন বিশ্রাম নিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি ফের ঢাকায় প্রত্যাবর্তন হবে বিপিএলের। তবে এর আগেই চলতি বিপিএলে খেলা পাকিস্তানি ক্রিকেটারদের দেশে আসার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


বিজ্ঞাপন


আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধেই পিসিবি বিপিএল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যেই বিপিএল ছাড়বেন তাঁরা। 

এবারের বিপিএলে সবচেয়ে বেশি পাকিস্তানি ক্রিকেটার রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। তিনবারের চ্যাম্পিয়নদের দলে খেলছেন পাঁচ পাকিস্তানি ক্রিকেটার। পিসিবির বার্তার ফলে বিপাকে পড়েছে ফ্রাঞ্চাইজিরা।

বিপিএলের পাকিস্তানি ক্রিকেটাররা:

১) ঢাকা ডমিনেটরস: আহমেদ শেহজাদ, সালমান ইরশাদ।

২) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: উসমান খান, খাজা নাফে।

৩) ফরচুন বরিশাল: ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম, হায়দার আলি।

৪) খুলনা টাইগার্স: ওয়াহাব রিয়াজ, আজম খান, এহমাদ বাট।

৫) সিলেট স্ট্রাইকার্স: মোহাম্মদ আমির, মোহাম্মদ হ্যারিস, ইমদ ওয়াসিম।

৬) কুমিল্লা ভিক্টোরিয়ানস: মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ।

৭) রংপুর রাইডার্স: শোয়েব মালিক, হ্যারিস রউফ, মোহাম্মদ নওয়াজ। 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর