অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ
শেষ ম্যাচে জিতেও বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে নিজেদের জাত চিনিয়েছে বাংলাদেশ। গ্রুপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলার মেয়েরা। এরপর গ্রুপের তিনে ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পা রাখে টাইগ্রেসরা। তবে সুপার সিক্সের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সমীকরণ কঠিন করে ফেলে বাংলার মেয়েরা। দ্বিতীয় এবং শেষ ম্যাচে টিকে থাকার লড়াইয়ে টসে হেরে বোল করতে নামে টাইগ্রেসরা। অপরদিকে ব্যাট করতে নেমে রাবেয়া খান ও মারুফা আক্তারের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৬৯ রানের সংগ্রহ পায় আরব আমিরাত।
ছোট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আমিরাতকে ৬৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে উড়িয়ে দিয়েও সুপার সিক্স থেকেই বিশ্বকাপ মিশন শেষ করল টাইগ্রেসরা।
এদিকে ম্যাচের প্রথমে আরব আমিরাত টসে জিতে ব্যাট করেতে নেমে বাঘিনীদের বোলিং তোপে পরে। ইনিংসের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন মারুফা আক্তার। তবে তৃতীয় উইকেট জুটিতে ৩২ রানের জুটি গড়ে বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন লাভাঙ্গা কেনি ও মাহিকা গৌর। তবে এর ঠিক পরেই জ্বলে ওঠে বাংলার মেয়েরা। লাভাঙ্গা কেনি ২৯ ও মাহিকা গৌর ১৭ রানের পর আর কোনো ব্যাটার দুই অঙ্কের ফিগার ছুঁতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রানে থামে আমিরাতের মেয়েদের ইনিংস। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাবেয়া খান।
আমিরাতের দেওয়া রান তাড়া করতে স্কোরবোর্ডে ২২ রান তুলতেই টপঅর্ডারের তিন উইকেট হারিয়ে বসে টাইগ্রেসরা। তবে মিডল অর্ডারে স্বর্ণা আক্তারের ৩৮ ও রাবেয়া খানের ১৪ রানে ভর করে ৬৫ বল থাকেতেই ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলার বাঘীনিরা।
তবে নেট রানে পিছিয়ে থাকার কারনে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা এখানেই বিশ্বকাপ মিশন শেষ করলো। গ্রুপ পর্ব সহ ৪ ম্যাচ খেলে বাংলাদেশের রান রেট দাঁড়ায় ১.২২৬। অপরদিকে পার সিক্সে একই গ্রুপে খেলা ভারত ও অস্ট্রেলিয়া প্রত্যেক দলই সর্বোচ্চ ৪ ম্যাচ করে খেলে রান রেট দাঁড়ায় ২.৮৪৪ ও ২.২১০। ফলে রান রেটে পিছিয়ে পরে তিন থেকে বিশ্বকাপ শেষ করতে হয় টাইগ্রেসদের। তাই গ্রুপ ১ থেকে সেমিফাইনেল জেতে পারলো না বাংলার মেয়েরা।
এসটি