রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে চমক, ভিন্ন ফরম্যাটে নতুন দুই কোচ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ০৮:৪০ এএম

শেয়ার করুন:

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে চমক, ভিন্ন ফরম্যাটে নতুন দুই কোচ 

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন কেউ আসতে যাচ্ছে তা অনুমেয় ছিল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদত্যাগ করেছিলেন সাউথ আফ্রিকার সাবেক প্রধান কোচ মার্ক বাউচার। প্রোটিয়াদের সব ফরম্যাটের দায়িত্ব ছিল এই সাবেক উইকেটরক্ষক ব্যাটারের। এবার সাদা ও লাল বলের ক্রিকেটে টেম্বা বাভুমাদের জন্য আলাদা দুই কোচ নিয়োগ দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। 

ডিন এলগারের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন শুকরি কনর‍্যাড। আর সাদা বলের ফরম্যাটে দায়িত্ব দেওয়া হয়েছে রব ওয়াল্টারকে। এই দুইজনের কারো কাছেই জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা নেই।  


বিজ্ঞাপন


দুই জনের কেউই এর আগে কোনো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেননি। গুঞ্জন ছিল হাইপ্রোফাইল কোচকে প্রোটিয়া শিবিরে ভেড়াতে যাচ্ছে ক্রিকেট বোর্ড।

আপাতত কাগিসো রাবাডাদের আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা নেই। তাই দুই কোচই দায়িত্ব নেওয়ার আগে সময় পাচ্ছেন। দুই কোচের আন্তর্জাতিক কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। দুই কোচই ১ ফেব্রুয়ারি থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর