মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টেস্ট ক্রিকেটে দেশের হয়ে ইতিহাস গড়লেন লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

টেস্ট ক্রিকেটে দেশের হয়ে ইতিহাস গড়লেন লিটন

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২২ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন লিটন কুমার দাস। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় লিটন যা করেছেন, সেটা বাংলাদেশের ইতিহাসেও প্রথম। এর আগে টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে ১২তম অবস্থানে এসেছিলেন লিটন। এবার নিজের সেই রেকর্ডকে টপকে এক অনন্য উচ্চতায় পৌঁছালেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনও ব্যাটার হিসেবে ১১তম অবস্থানে উঠে এসেছেন এই উইকেটরক্ষক। 

ভারতের বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজে খুব বেশি সুবিধা করতে পারেননি লিটন। এরপরও শেষ ইনিংসে হাঁকিয়েছিলেন অর্ধশতরান। এতেই আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ভারতীয় তারকা বিরাট কোহলি ও জনি বেয়ারস্টোর মতো তারকা ক্রিকেটারদের পেছনে ফেলেন লিটন।


বিজ্ঞাপন


আরও পড়ুন- আপাতত আল নাসেরের জার্সিতে মাঠে নামা হচ্ছে না রোনালদোর

গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্ট শেষে তার অবস্থান ছিল ১২। এরপর নেমে গিয়েছিলেন। ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের আগে অবস্থান ছিল ১৪। মিরপুরে দ্বিতীয় ইনিংসে ৭৩ রানের ইনিংস খেলে আবারও ১২ নম্বরে ফিরেছিলেন এই ব্যাটার। তবে সবশেষ আইসিসির হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে লিটনের অবস্থান ১১তম।

এদিকে বাংলাদেশিদের মধ্যে র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়েছেন মুশফিকুর রহিম ও অধিনায়ক সাকিব আল হাসান। এই দুই ক্রিকেটারের বর্তমান র‍্যাঙ্কিং যথাক্রমে ২২ ও ৪২ নম্বরে। তবে বোলিং র‍্যাংকিংয়ে সাকিব এক ধাপ এগিয়ে এসেছেন ৩১ নম্বরে।

আরও পড়ুন- বাংলাদেশে আসছেন নেইমার!


বিজ্ঞাপন


বর্তমানে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন অজি ক্রিকেটার মারনাস লাবুশেন। তাছাড়াও দ্বিতীয় অবস্থানে আছেন আরেক অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ। তিনে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর