রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পান্থ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ১১:১২ এএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পান্থ

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে মারাত্মকভাবে আহত হয়েছেন পান্থ। উত্তরাখন্ডের রুরকিতে নিজের বাড়িতে ফেরার সময় এই দুর্ঘটনার কবলে পরেন তিনি।

আজ (শুক্রবার) ভোর ৫.১৫ নাগাদ এই দুর্ঘটনার কবলে পরেন পান্থ। ঋষভের গাড়িটি ডিভাইডারের সাথে ধাক্কা খায়। এরপরই তার গাড়িতে আগুন লেগে যায় প্রত্যক্ষদর্শীদের মতে, পান্থের গাড়িতে আগুন লেগে গেলে কোনোভাবে গাড়ি থেকে বের হন তিনি। যদিও তার মাথা, পিঠ ও পা মারাত্মকভাবে জখম হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ফুটবল সম্রাট পেলের জানা-অজানা কিছু তথ্য

উত্তরাখণ্ড পুলিশের মহাপরিচালক অশোক কুমার এনডিটিভিকে জানিয়েছেন, ‘ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থের গাড়িটি ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটেছিল রুরকির কাছে মোহাম্মদপুর জাটে। পান্থ জানিয়েছেন, গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েন। এরই ফলস্বরূপ গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। তাকে প্রথমে রুরকি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখান থেকে তাকে এখন স্থানান্তরিত করা হয়েছে দেরাদুনে।’


বিজ্ঞাপন


বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, পান্থকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে পাঠানো হয়েছে। যেখানে তার সিটি স্ক্যান, এমআরআই বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তাছাড়াও পান্থ বর্তমানে বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ জানিয়েছেন, ‘শঙ্কামুক্ত আছেন পান্থ। তবে তার আঘাতের পরিমাণ এখনও পুরোপুরি ভাবে জানা যায়নি।’

সদ্য বাংলাদেশের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরে রোহিত-কোহলিরা। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন পান্থ।

আরও পড়ুন- পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের শোক ঘোষণা

এদিকে ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ভারতের স্কোয়াডের ছিলেন না পান্থ। তাছাড়াও টেস্টের আগে শক্তি ও কন্ডিশনিংয়ের জন্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) যাওয়ার কথা ছিল তার।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর