সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হারের পর টানা চার ম্যাচ জয়ে ফাইনালের টিকিট পায় বাবর আজমরা। তবে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে পাকিস্তানের। এরপরই বিস্ফোরক এক মন্তব্য করলেন দলটির সাবেক পেসার মোহাম্মদ আমির।
মোহাম্মদ আমিরের মতে বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতাই ছিল না পাকিস্তান দলের। আল্লাহর সহযোগিতা আর ভাগ্যের জোরে উঠেছে তারা।
বিজ্ঞাপন
রোববার (১৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান করে বাবর-রিজওয়ানরা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট ও এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। সে সঙ্গে ২০১০ সালের পর নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে ইংলিশরা।
ম্যাচটি শেষে পাকিস্তানের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমার মনে হয় পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে, এটাই অনেক বড় প্রাপ্তি। এই দলের কোনো যোগ্যতাই ছিল না ফাইনাল খেলার। আমরা কীভাবে ফাইনালে পৌঁছেছি, তা পুরো বিশ্ব জানে। পারফরম্যান্স দেখলেই বোঝা যায় যে কেমন ফল হতে পারে। আল্লাহর সহযোগিতায় আমরা ফাইনালে উঠেছি।’
দলের পরাজয়ের কারণ হিসেবে আমির বলেন, ‘এমসিজির পিচ যে বোলারদের সাহায্য করবে তা জানাই ছিল। আমি আগেই বলেছিলাম যে প্রথম ম্যাচের মত পিচ হলে পাকিস্তান ব্যাটিংলাইনকে ভুগতে হবে। ঠিক সেটাই হয়েছে।’
হারিসের আউটের সমালোচনা করে আমির আরও বলেন, ‘হারিসের প্রতিভা নিয়ে আমরা অনেক কথাই বলছি। কিন্তু কখন, কোন শট খেলতে হবে তা বুঝতে হবে। আদিল রাশিদকে ওভাবে আক্রমণ করতে গিয়ে ও উইকেট ছোড়ে এসেছে। সেখানে স্টোকস দেখিয়ে দিল যে কীভাবে ম্যাচ বের করে আনতে হয়।’
বিজ্ঞাপন
১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ৩০ বছর বাবর আজমের সামনে কিংবদন্তি ক্রিকেটারকে ছোয়ার হাতছানি ছিল। কিন্তু মেলবোর্নে সেই সু্যোগ হাতছাড়া করলেন পাকিস্তান অধিনায়ক।
এসটি