বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভিসা জটিলতায় পড়েছেন সাকিব, পৌঁছাতে পারেননি নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

ভিসা জটিলতায় পড়েছেন সাকিব, পৌঁছাতে পারেননি নিউজিল্যান্ড

ত্রিদেশীয় সিরিজের জন্য আজ ট্রফি ও লোগো উন্মোচন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ৭ অক্টোবর। অথচ খেলা শুরু হওয়ার একদিন আগেও দলে সঙ্গে যোগ দিতে পারেন নি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অবশেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সঙ্গে সাকিবের যোগ না দেয়ার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

তিন দলের অধিনায়কদের নিয়ে ফটোসেশন করে ট্রফি উন্মোচন করা হয়। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এখনো দলের সাথে যোগ না দেওয়ায় সহ অধিনায়ক নুরুল হাসান সোহান থাকেন ফটোসেশনে।


বিজ্ঞাপন


সাকিব এখনও কেন দলের সঙ্গে যোগ দিচ্ছেন না তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। অবশেষে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তির পর তা কেটেছে।   টাইগার ক্রিকেট বোর্ড জানিয়েছে ভিসা জটিলতার কারণেই নির্ধারিত সময়ে দলের সঙ্গে যোগ দিতে পারেননি সাকিব। ম্যাচের আগেরদিন দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে। 

গতকাল নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল টাইগার অধিনায়কের। সেই লক্ষ্যে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ শেষে ৩০ অক্টোবরই টিকিটের চেষ্টা করেছিলেন তিনি। তবে সেই সময় টিকিট পাননি তিনি। 

এরপর গত ২ অক্টোবর লন অ্যাঞ্জেলস থেকে তাহিতি হয়ে বিমানভ্রমণের পরিকল্পনা ছিল তার। সেদিন বিমানবন্দরে গিয়েও তাকে ফিরে আসতে হয় ভিসা জটিলতায়। অবশেষে এয়ারলাইন্সের সহায়তায় সেই সমস্যার সমাধান হয়েছে। ফলে বিলম্বিত সময়ে নিউজিল্যান্ডে যেতে হচ্ছে সাকিবকে।

সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব ক্রাইস্টচার্চে পৌঁছবেন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। কোনো আনুষ্ঠানিক অনুশীলন সেশন ছাড়াই পরদিন দুপুর ৩টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে যেতে হবে তাকে। 


বিজ্ঞাপন


এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর