বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

জানা গেল বিশ্বকাপের প্রাইজমানি, খালি হাতে ফিরবে না কেউই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

জানা গেল বিশ্বকাপের প্রাইজমানি, খালি হাতে ফিরবে না কেউই

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগমনী হাওয়া বইছে ক্রিকেট বিশ্বে। এই মেগা আসরকে সামনে রেখে দ্বিপাক্ষিক সিরিজ খেলে যার যার মতো প্রস্তুতি নিচ্ছে দলগুলো। তবে ভক্ত সমর্থকদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল আসরের প্রাইজমানি নিয়ে। আজ তার বিস্তারিত প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।       

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট প্রাইজমানির পরিমাণ ৫.৬ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৭ কোটি টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার বা ১৬ কোটি টাকার কিছু বেশি। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থাৎ ৮ কোটি টাকা (৮ লাখ ডলার)।


বিজ্ঞাপন


তবে সেমিফাইনালে উঠতে পারা দলগুলো হবে ব্যাপক লাভবান। শেষ চার নিশ্চিত করলেই ৪ লাখ ডলার বা ৪ কোটি টাকা পাবে দলগুলো।

সুপার টুয়েলভের প্রাইজমানি থাকছে গত আসরের মতোই। বাংলাদেশসহ বাকি আট দল প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার করে (৭০ লাখ টাকা)। অর্থাৎ বিশ্বকাপের সবগুলো ম্যাচ হারলেও আয় হবে বিসিবির।

এদিকে প্রতিটি ম্যাচ জয়ের জন্যই থাকছে আলাদা প্রাইজমানি। সুপার টুয়েলভ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য বিজয়ী দল পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ টাকা করে।

প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জয়ের জন্যও থাকছে সমপরিমাণ (৪০ লাখ টাকা) পুরস্কার। এই পর্বে ১২ ম্যাচে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার ডলার বা ৪ কোটি ৮০ লাখ টাকা। মোটকথা, এই আসর থেকে কাউকেই খালি হাতে ফেরাবে না আইসিসি, প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চার দলও পাবে ৪০ হাজার ডলার করে (৪০ লাখ টাকা)।


বিজ্ঞাপন


এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর