বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ট্রফি নিয়ে কাল দেশে ফিরছে টাইগ্রেসরা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

ট্রফি নিয়ে কাল দেশে ফিরছে টাইগ্রেসরা 

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চলতি বছরটা স্মরণীয় হয়ে থাকবে নারীদের জন্য। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ, সাফ চ্যাম্পিয়নশীপ জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনাল জয়। এবছর বাংলাদেশকে দু'হাত ভরে দিয়েছেন নারীরা। গতরাতে আরও একবার টাইগার ভক্তদের বিজয় উল্লাসে মাতানো নিগার সুলতানা জ্যোতিরা ট্রফি নিয়ে ফিরবেন আগামীকাল। 

বিসিবি থেকে বলা হয়েছে, ‘গতকাল আবুধাবিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ট্রফি জয়ী বাংলাদেশ নারী দল আগামীকাল (মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।’


বিজ্ঞাপন


ফাইনালের আগেই অবশ্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছিল টাইগ্রেসরা। তবে আসরজুরে দুর্দান্ত খেলা মেয়েদের ছিল ট্রফির ক্ষুধা।

এর আগে সেমি-ফাইনাল ম্যাচ জয়ের পর অধিনায়ক জ্যোতি বলেছিলেন, ‘আমরা এখানে এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবং আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি, এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো, দল হিসেবে কতটা উন্নতি করেছি।’

দলের সতীর্থদের ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক জ্যোতি, ‘পুরো টুর্নামেন্টে মেয়েরা যেভাবে খেলেছে সেটা অসাধারণ।’ 

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর