বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

নিউজিল্যান্ডে প্রথমেই পাকিস্তান 'পরীক্ষা' বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

নিউজিল্যান্ডে প্রথমেই পাকিস্তান 'পরীক্ষা' বাংলাদেশের

আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে টাইগারদের আসল পরীক্ষা দিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্কালে। নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুবরা লড়বেন পাকিস্তান ও কিউইদের সঙ্গে। সেই সিরিজের সূচি প্রকাশ পেল আজ।

অক্টোবরের শুরুতেই মাঠে গড়াবে এই সিরিজ। সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সেই মাচে সাকিব বাহিনীর প্রতিপক্ষ হবে বাবর আজমদের পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ৮ টায় শুরু হবে ম্যাচটি।


বিজ্ঞাপন


৯ অক্টোবর আবারও মাঠে নামবে টাইগাররা, সেবার প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। ঐ ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১২ টায়। এরপর আবারও ১২ অক্টোবর কিউই পেসারদের সামনে পরীক্ষা দিতে হবে বাংলাদেশি ব্যাটারদের। ম্যাচটি শুরু হবে একই সময়ে।

এরপর ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিও শুরু হবে সকাল ৮ টায়। সবগুলো দলই পরস্পরের বিপক্ষে দু'টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল, ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালসহ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দল নিউজিল্যান্ড থেকেই পাড়ি দেবে অস্ট্রেলিয়াতে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৪ অক্টোবর মাঠে নামবে লাল সবুজের দল।

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর