অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে একে একে দল ঘোষণা করছে অংশ নেওয়া দেশগুলো। এবার ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। এই দলে চমক ২০২১ বিশ্বকাপের পর আর ক্যারিবিয়ানদের জার্সি গায়ে না চাপানো এভিন লুইস।
দু'জন নতুন ক্রিকেটারও আছেন এই দলে, ইয়ানিক ক্যারিয়াহ ও রেমন রেইফার আছেন অভিষেকের অপেক্ষায়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক সাবেক ক্যারিবীয় কিংবদন্তি ডেসমন্ড হায়নেস।
বিজ্ঞাপন
তিনি বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার জন্য আমরা তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল বেছে নিয়েছি। এই প্রক্রিয়ায় চলমান সিপিএলে চোখ রেখেছি আমরা।'
আগামী ১৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ 'বি'তে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড বাধাও পার করতে হবে নিকোলাস পুরানদের। এর আগে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টির একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলারও কথা রয়েছে ক্যারিবিয়ানদের।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল
নিকোলাস পুরান (অধিনায়ক), রোভমান পাওয়েল, ইয়ানিক ক্যারিয়াহ, জনসন চার্লস, শেল্ডন কোটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেড ম্যাককয়, রেমন রেইফার, ওডেন স্মিথ
এআইএ

