আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্কালে তারকাদের নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে হালকা চোট থাকা মিচেল স্টার্ক, মিচেল মার্শ ও মার্কাস স্টোয়নিসকে ভারত সফরের দলে রাখে নি তারা। তবে আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচের আগেই তারা পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া।
তিন পেসার নাথান এলিস, ড্যানিয়েল স্যামস এবং শন অ্যাবট দলে ঢুকেছেন স্টার্ক, মার্শ এবং স্টোয়নিসের বদলে। তিন ম্যাচ সিরিজের জন্য চলতি সপ্তাহের শেষেই ভারতে উড়াল দেওয়ার কথা রয়েছে অজি দলের।
বিজ্ঞাপন
স্টোয়নিসের অনুপস্থিতিতে জাতীয় দলের কাঙ্খিত ক্যাপ পেতে পারেন টিম ডেভিড। এদিকে মার্শ না থাকায় আবারও ওয়ান ডাউনে দেখা যেতে পারে স্টিভ স্মিথকে। ডেভিড ওয়ার্নার এই সিরিজে থাকবেন বিশ্রামে। ফলে ওপেনিংয়ে এরন ফিঞ্চের সঙ্গী হতে পারেন জশ ইংলিশ।
অস্ট্রেলিয়া স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।
সিরিজের সময়সূচী
২০ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, মোহালি
২৩ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, নাগপুর
২৫ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, হায়দ্রাবাদ)
এআইএ

