মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যোগ্য ‘মাহমুদউল্লাহ’দের মূল্যায়ন হয় না এদেশে: স্ত্রী 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

যোগ্য ‘মাহমুদউল্লাহ’দের মূল্যায়ন হয় না এদেশে: স্ত্রী 

হাজারো জয়ের নায়ক তিনি! অসংখ্যবার খাদের কিনারা থেকে বাংলাদেশকে উদ্ধার করা নেপথ্যের নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন না বিশ্বকাপে। ভায়রা ভাই মুশফিকুর রহিমও নিয়েছেন অবসর। মুশফিক পত্নী জান্নাতুল কেফায়াত মন্ডি এর আগে দিয়েছিলেন বিতর্কিত স্ট্যাটাস। এবার তার বোন ও রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিস্টিও ফেসুবুকে জানালেন স্বামীকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া। 

অনেকটা কষ্ট ও আক্ষেপ থেকেই ফেসবুকে তিনি লিখেছেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল‍্যায়ন হয় না, হবেও না!..................!’


বিজ্ঞাপন


সেখানে যোগ দিয়েছেন মুশফিকের স্ত্রী মন্ডিও, 'আরে নাহ , they have A team of hard hitters বলে বলে ছয় আর ছয়!'

এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ দু'বোনকে করছেন ব্যক্তিগত আক্রমণও। আবার অনেকে হতাশা প্রকাশ করছেন বাংলাদেশের হয়ে সর্বাধিক টি-টোয়েন্টি খেলা মাহমুদউল্লাহকে না রাখায়। নির্বাচকদের যোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করছেন কেউ কেউ।

উল্লেখ্য, রিয়াদকে বাদ দিয়ে আজ (বুধবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। এই দলে চমক ছিল, অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া আর নাজমুল হোসেন শান্তর অন্তর্ভুক্তি। 


বিজ্ঞাপন


মিনহাজুল আবেদীন নান্নু এ প্রসঙ্গে বলেন, ‘মাহমুদউল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সে আমাদের অনেক ভালো ভালো খেলা উপহার দিয়েছে। আমাদের বর্তমান যে টেকনিক্যাল কনসালট্যান্ট, তিনি এক বছরের যে পরিকল্পনা আমাদের দিয়েছেন, সেটা মাথায় রেখে আমরা এগোচ্ছি। সেই অনুযায়ী টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করে সকলের সম্মতিতে মাহমুদউল্লাহকে বাইরে রাখা হয়েছে।’

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর