শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

টি-টোয়েন্টিতে ডমিঙ্গোর বিদায় ২২ আগস্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

টি-টোয়েন্টিতে ডমিঙ্গোর বিদায় ২২ আগস্ট

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে দীর্ঘ মেয়াদি পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি সামনে। তার মধ্যে দীর্ঘ দিন ধরে সংক্ষিপ্ত ফরম্যাটে নাজেহাল অবস্থা টাইগারদের। তাই টি-টোয়েন্টিতে জাতীয় দলে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। সেই ধারাবাহিকতায় বিদায়ঘণ্টা বাজতে চলেছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। 

বাংলাদেশ দলের তিন ফরম্যাটেই প্রধান কোচের দায়িত্ব পালন করছেন সাবেক প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গো। এবার সাকিব আল হাসানদের টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে ডমিঙ্গোকে অব্যাহতি দিতে যাচ্ছে বোর্ড। 


বিজ্ঞাপন


আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথাতে এ বিষয়টি স্পষ্ট যে টি-টোয়েন্টিতে নতুন কেউ দায়িত্ব নিতে যাচ্ছে টাইগারদের। 

গণমাধ্যমে পাপন বলেন, ‘আমাদের এখন পর্যন্ত চিন্তাধারা হচ্ছে, ডমিঙ্গোর ওয়ানডে ও টেস্টে মনোযোগী হতে হবে। আমরা সব কিছু একটু আলাদা করতে চাচ্ছি। যে পরিমান খেলা, ডমিঙ্গোর পক্ষে এত কিছুতে মনোযোগ দেওয়া সম্ভব না। তার সঙ্গে আমাদের যে চুক্তি, অনেক সিরিজে সে যেতেই পারবে না। তার ছুটির একটা নির্দিষ্ট সময় আছে। বুঝতে হবে। এটা এত সহজ না। মানসিকতার একটা ব্যাপার আছে।’

ডমিঙ্গোকে কি প্রধান কোচের দায়িত্বে এশিয়া কাপে দেখা যাবে কিনা- এমন প্রশ্নে পাপন বলেন,‘এটা আমরা এখনো ঠিক করিনি। ২২ তারিখ সবার সঙ্গে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটি জিনিস নয়। আমরা রাসেল ডমিঙ্গোকে রেখেই পরিবর্তন করব নাকি না রেখে করব, এসব কিছু আমরা ২২ তারিখ সিদ্ধান্ত নেব। আমাদের সবার সঙ্গে বসব। তাদের কথা শুনব।’

যোগ করেন পাপন, ‘টেস্ট ও ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টির কোনো মিল নেই। এসব নিয়ে চিন্তা ভাবনা করে আলাদা করার কথা ভাবছি। যদি পারি আমরা কোচিং স্টাফও আলাদা করে দেব। আমরা এশিয়া কাপে দেখব, বিশ্বকাপে দেখব। এরপর একটা সিদ্ধান্ত নেব। তারপর শ্রীরামকে টি-টোয়েন্টিতে রেখে দেব নাকি অন্য কাউকে দেখব, এটা পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।’


বিজ্ঞাপন


মূলত আসন্ন এফটিপিতে অনেক ম্যাচ ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নিষ্প্রভ পারফরম্যান্সের জন্য দায়িত্ব হারাতে চলেছেন ডমিঙ্গো। 

এমএএম  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর