সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বিশ্বকাপের ৩ মাস আগেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের ৩ মাস আগেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিশেষ কিছু। বিশ্বকাপের মতো আসরে সেটা ছাপিয়ে যায় অন্য সকল ম্যাচকে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। টুর্নামেন্ট শুরুর তিন মাস আগেই শেষ সব টিকিট। 

ট্যুরিজম অস্ট্রেলিয়া এবং দেশটির ট্রাভেল এজেন্টরা নিশ্চিত করেছে এই খবর। তবে দুই দেশের ক্রিকেটভক্তরা বিশ্বকাপের আগেই দেখার সুযোগ পাবেন এই মহারণ। আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় এশিয়া কাপেও ভারত-পাকিস্তানের লড়াই থাকছে। সেই ম্যাচটির সম্ভাব্য তারিখ আগামী ২৮ আগস্ট। 


বিজ্ঞাপন


এদিকে ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। গ্রুপ ২ তে রয়েছে তারা। একই গ্রুপে পড়েছে বাংলাদেশও। দক্ষিণ আফ্রিকা ও প্রথম পর্ব থেকে উত্তীর্ণ হওয়া দুই দল জায়গা পাবে এই গ্রুপে।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারত-পাকিস্তানের মহাযুদ্ধ দেখেছিল ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের দাপুটে পারফরম্যান্সের সামনে সেবার পাত্তাই পায়নি ভিরাট কোহলির ভারত। ১০ উইকেটের সেই হার ছিল আইসিসির কোনো বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম হার। 

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর