রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশের কাছে পাকিস্তানকে শিখতে বললেন কামরান আকমল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের কাছে পাকিস্তানকে শিখতে বললেন কামরান আকমল

এবারের এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। চার ম্যাচে লিটন দাসের দল হেরেছে মাত্র একটিতে। অন্যদিকে পাকিস্তানও সুপার ফোরে উঠলেও টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল।

১৪ সেপ্টেম্বর ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাননি সালমান আলি আঘা। এ ঘটনায় এখনো সরগরম ক্রিকেট দুনিয়া। মাঠের ভেতরেও যেন মনোযোগ হারিয়েছে পাকিস্তান। ১৭ সেপ্টেম্বর দুবাইতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে বিতর্কে প্রায় ইউএই ম্যাচ খেলতেই নামেনি তারা। শেষ পর্যন্ত অবশ্য জয় পেয়েছিল ৪১ রানে, তবে মাঝেমধ্যেই মনে হচ্ছিল হেরে যাবে।


বিজ্ঞাপন


পাকিস্তানের এশিয়া কাপ যাত্রা যেন অদ্ভুত এক ছন্দে এগোচ্ছে। ওপেনার সাইম আউব ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে নিয়েছেন ৬ উইকেট। টপ-অর্ডার ব্যাটাররা যেখানে সংগ্রামে, সেখানে শাহীন শাহ আফ্রিদি ঝড় তুলছেন ব্যাট হাতে। বিপরীতে বাংলাদেশ খেলছে নিয়মিত ছন্দে। অধিনায়ক লিটন দাস আর তৌহিদ হৃদয় টুর্নামেন্টের সেরা চার রান সংগ্রাহকের তালিকায় আছেন। মুস্তাফিজুর রহমান ৭ উইকেট নিয়ে রয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তৃতীয় স্থানে।

বাংলাদেশের শ্রীলঙ্কা-বধের পর সাবেক পাকিস্তানি উইকেটকিপার কামরান আকমল প্রশংসায় ভরিয়ে দেন টাইগারদের। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “পাকিস্তান কি কিছু শিখেছে আগের হারের পর? আজ বাংলাদেশ কীভাবে শ্রীলঙ্কাকে হারাল, তা ভেবে দেখেছে কি? এটা শুধু কন্ডিশনের কারণে হয়নি। বাংলাদেশ দারুণ পরিকল্পনা করেছে, খেলার সচেতনতা দেখিয়েছে।”

 


বিজ্ঞাপন


প্রথমে ব্যাট করে ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ১৫৩/৪। দাসুন শানাকা ততক্ষণে মারমুখী। তখনো ম্যাচে এগিয়ে মনে হচ্ছিল লঙ্কানদের। কিন্তু মুস্তাফিজুর জাদুকরী এক উনিশতম ওভার করলেন, মাত্র পাঁচ রান দিলেন, নিলেন তিন উইকেট, এর মধ্যে চারিথ আসালঙ্কার রানআউটও ছিল। ফিরিয়ে দেন কামিন্দু মেন্ডিস আর হাসারাঙ্গাকেও। ১৮০ রানের পথে থাকা লঙ্কানরা থেমে যায় ১৬৮/৮-এ। বাংলাদেশ সেই লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় ১ বল হাতে রেখে, চার উইকেটে।

রোমাঞ্চকর জয় শেষে বাংলাদেশ অধিনায়ক আর টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দেন আকমল। তিনি বলেন, “টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করা কোনো সহজ ব্যাপার নয়। দুর্দান্ত কৃতিত্ব বাংলাদেশ দলের। অভিনন্দন জানাই খেলোয়াড়দের, অধিনায়ককে আর টিম ম্যানেজমেন্টকে। তাদের পরিকল্পনা আর আত্মবিশ্বাসী খেলা এই জয় এনে দিয়েছে। এটা অনেক দিন মনে থাকবে।”

বাংলাদেশের রান তাড়ার নায়ক দুই ব্যাটার- সাইফ হাসান ও তৌহিদ হৃদয়। সাইফ খেলেছেন ৪৫ বলে ৬১ রানের ইনিংস, মেরেছেন ২ চার আর ৪ ছক্কা। ফিল্ডিংয়েও নেন দুটি ক্যাচ, ফলে হয়েছেন ম্যাচসেরা। হৃদয়ও খেলেছেন ঝলমলে ইনিংস, ৩৭ বলে ৫৮ রান, ৪ চার আর ২ ছক্কা। তাদের প্রশংসায় আকমল বলেন, “সাইফ ইতিবাচক ও আক্রমণাত্মক ব্যাটিং করেছে। তৌহিদ হৃদয় প্রমাণ করছে, সে বাংলাদেশের মধ্য-অর্ডারের ভরসা হয়ে উঠছে। যেভাবে লক্ষ্য তাড়া করেছে, দেখে মনে হয়েছে কোনো চাপই ছিল না।”

অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে ওমান ও ইউএইকে হারিয়ে সুপার ফোরে উঠলেও ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারতের কাছে হেরেছিল ৭ উইকেটে। মাত্র ১২৮ রানের লক্ষ্য ভারত টপকে যায় ২৫ বল হাতে রেখেই। আজ আবারও দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর