বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

এক পেসার নিয়ে নামছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২২, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

এক পেসার নিয়ে নামছে না বাংলাদেশ

ইনজুরি আক্রান্ত বাংলাদেশ শিবিরে একটি জয় বুলিয়ে দিতে পারে প্রশান্তির পরশ। তবে সেই জয়ের সামনে বাধা হয়ে দাড়াতে পারে গামিনি ডি সিলভার খেলনা ‘মিরপুরের পিচ’। তবে তবুও আশায় বুক বাঁধছে বাংলাদেশ। 

অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আমার কাছে মনে হয় আপনি মিরপুরে খেলেন আর যেখানেই খেলেন সুযোগ থাকেই। আপনি এই সুযোগটা কিভাবে দেখেন এটাই সবচেয়ে বড় জিনিস।’


বিজ্ঞাপন


চট্টগ্রামে দুই জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে নাঈম হাসানের ইনজুরিতে আগামীকাল পার্ট টাইম স্পিনার কাম ব্যাটার হিসেবে সুযোগ পেতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। পেস বিভাগেও ইনজুরির ছায়া পড়েছে, ছিটকে গেছেন শরিফুল ইসলাম। 

গত ম্যাচ খেলা খালেদ আহমেদের সঙ্গে কালকের ম্যাচে একাদশে থাকতে পারেন এবাদত হোসেন। তবে এক পেসার নিয়ে বাংলাদেশ নামবে না এতটুকু জানিয়ে দিলেন অধিনায়ক।

মুমিনুল বলেন, ‘মনে হয়না একটা পেস বোলার খেলবে। তিনটাও খেলতে পারে।’

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভরাডুবির পর চুলচেরা বিশ্লেষণ শেষে কোচিং স্টাফেরা বলেছিলেন টানা ১০ দিন ফোকাস ধরে রাখতে পারেননা মুমিনুলরা। তবে সেই অভিযোগ উড়িয়ে দিলেন মুমিনুল, ‘আমার কাছে মনে হয়না ওরকম কিছু হয়। আগামী ৫ দিন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’   
   
এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর