শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

মোসাদ্দেকের তিন বছরের আক্ষেপ ঘুচতে পারে কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২২, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

মোসাদ্দেকের তিন বছরের আক্ষেপ ঘুচতে পারে কাল

আগামীকাল মিরপুরের ‘হোম অফ ক্রিকেটে’ দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসের বোলিং ড্রয়ের আক্ষেপে পুড়িয়েছে বাংলাদেশকে। তবে ঢাকায় কাল নতুন করে শুরু করতে চান অধিনায়ক মুমিনুল হক।      

আজ সংবাদ সম্মেলনে টাইগার লিটল মাস্টার বলেন, ‘চট্টগ্রামে কি হয়েছে ওগুলো চিন্তা না করে আমাদের এখন নতুন করে শুরু করতে হবে। আশা করি ঢাকা টেস্টে আমরা যদি দল হিসেবে খেলতে পারি ফল আমাদের পক্ষে আসবে।’


বিজ্ঞাপন


আরও একবার বাংলাদেশ দল খেলবে মিরপুরের উইকেট। বিতর্কিত কিউরেটর গামিনি ডি সিলভা এবার কি মঞ্চ প্রস্তুত করেছেন বলতে পারবেন তিনিই। তবে ঢাকার আকাশে চোখ রাঙাচ্ছে মেঘ। বৃষ্টিতে ভেসে যেতে পারে দ্বিতীয় টেস্টের কিছু অংশ। 

মুমিনুলও মনে করিয়ে দিলেন আবহাওয়ার কথা, ‘কন্ডিশন মিরপুরে সাধারণত যেমন থাকে তেমনই। এটা নির্ভর করছে আবহাওয়ার ওপর।’

এরপরই আসল মোসাদ্দেক হোসেন সৈকত প্রসঙ্গ। দীর্ঘ সময় পড়ে ডাক পেয়েছেন মূল দলে। প্রথম টেস্টে পাননি সুযোগ। নাঈম হাসানের ইনজুরিতে কাল খুলতে পারে ভাগ্য। সৈকত প্রসঙ্গ আসতে একটু মজাও করলেন টেস্ট অধিনায়ক। বললেন, ‘আপনি কিভাবে নিশ্চিত হলেন মোসাদ্দেক খেলবে?’

তবে এরপর মজা বাদ দিয়ে বললেন, ‘এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ওরই খেলার চান্স হয়ত বেশি। মোসাদ্দেক যদি খেলে ওকে খুব ভালভাবে বুদ্ধি খাঁটিয়ে ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ।’


বিজ্ঞাপন


তিন টেস্টের ক্ষুদ্র ক্যারিয়ারে মোসাদ্দেক সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। দীর্ঘ তিন বছর পর কাল সুযোগ পেলে সেই উপলক্ষ মোসাদ্দেক কতটা রাঙান সেদিকেই চেয়ে থাকবে ভক্তরা।  
   
এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর